সীমান্তে ইছামতি নদীতে ভাসছে যুবকের মরদেহ

১ সপ্তাহে আগে
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তের ইছামতি নদীতে অজ্ঞাত এক যুবকের মরদেহ ভাসতে দেখা গেছে। সীমান্তের হুদাপাড়া গ্রামের ইছামতি নদীর মধ্যে মরদেহটি এখন রয়েছে। সীমান্তের ওপারেই ভারতের নদীয়া জেলার ধানতলা থানার হাবাসপুর এলাকা।

স্থানীয়রা জানায়, শুক্রবার (১১ এপ্রিল) দুপুরের পর হুদাপাড়া গ্রামের এক কৃষক নদীর পাড়ের মাঠে গেলে মরদেহটি ভাসতে দেখে। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থল থেকে মরদেহের বিষয়টি নিশ্চিত হয়েছেন। এখনো উদ্ধার না হওয়াতে নাম বা পরিচয় জানা যায়নি।

 

তবে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, ওই যুবকের নাম ওয়াসিম আলী (৩৮)। তিনি বাঘাডাঙ্গা গ্রামের আদিবাসিপাড়ার রমজান আলীর ছেলে। ৩ দিন আগে ওয়াসিমসহ আরও ৩ জন ভারতে যায়। যাওয়ার সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী তাদের ধাওয়া করলে তাদের হাতে আটক হয় ওয়াসিম আলী।

 

আরও পড়ুন: ইছামতি নদী থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

 

এ ব্যাপারে খালিশপুর ৫৮ বিজিবির পরিচালককে একাধিকবার কল দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেন নি।

 

]]>
সম্পূর্ণ পড়ুন