শনিবার (২৮ ডিসেম্বর) রাত ১২টার দিকে রাজধানীর ৩০০ ফিট হয়ে সিলেটের পথে রয়েছে হারিছ চৌধুরীর দেহাবশেষ বহনকারী গাড়ি। রোববার (২৯ ডিসেম্বর) বেলা ২টার দিকে সিলেটে শাহী ঈদগাহ ময়দানে জানাজা সম্পন্ন হবে। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী।
আরও পড়ুন: ৩ বছর পর জানা গেল সেই মাহমুদুর রহমানই হারিছ চৌধুরী
তিনি জানান, ‘তার বাবার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে সিলেটে নিয়ে যাওয়া হবে। রোববার বেলা ২টায় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা ও দোয়া মাহফিল হবে। এরপর বাদ আছর কানাইঘাট উপজেলার সড়কের বাজারে প্রয়াত হারিছ চৌধুরী প্রতিষ্ঠিত ‘শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা’ আঙ্গিনায় নির্ধারিত স্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
আরও পড়ুন: রোববার হারিছ চৌধুরীর জানাজা
সামিরা তানজিন চৌধুরী বলেন, আমি ন্যায় বিচার পেয়েছি। তাই সরকারের প্রতি কৃতজ্ঞতা। বার বার এমন করে কবর থেকে আর যেন কারো দেহাবশেষ তুলতে না হয় বলে জানান ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী।
উল্লেখ্য, করোনাকালীন বিএনপি নেতা হারিছ চৌধুরী মৃত্যুবরণ করলে তাকে সাভারের বিরুলিয়ায় একটি কবরস্থানে দাফন করা হয়। পরে গত ৫ সেপ্টেম্বর হারিছ চৌধুরীর মরদেহ কবর থেকে তুলে ডিএনএ টেস্টের নির্দেশ দেন হাইকোর্ট।