সিলেটের অধিনায়ক আরিফুল

১ সপ্তাহে আগে
গত মৌসুমে দুজন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। শেষের ৭টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন মোহাম্মদ মিঠুন। দলবদল করে এবার তিনি পাড়ি জমিয়েছেন চিটাগাং কিংসে। প্রথম ৫টি ম্যাচে অধিনায়ক ছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা।

ফিটনেস সংক্রান্ত কারণে এরপর মিঠুনের ওপর দায়িত্ব অর্পন করে সিলেট। ম্যাশের এবারও ফিটনেস সংক্রান্ত জটিলতা রয়েছে। তাছাড়া দেশের রাজনৈতিক পটপরিবর্তে আরও অনিশ্চিত হয়ে পড়েছে তার খেলার ব্যাপারটি। তিনি শেষ পর্যন্ত খেলতে পারবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। এমন অবস্থায় নতুন অধিনায়ক বাছাই করতেই হতো ফ্র্যাঞ্চাইজিটিকে।


আরও পড়ুন: লিটনই আমাদের মূল খেলোয়াড়: পেরেরা


সোমবার (৩০ ডিসেম্বর) থেকে শুরু হতে যাওয়া একাদশতম আসরে সিলেট অধিনায়ক করেছে আরিফুল ইসলামকে। গত মৌসুমেও তিনি সিলেটের হয়ে খেলেছেন। ৯ ম্যাচের ৭ ইনিংসে ১৫৯.৪২ স্ট্রাইকরেটে তার ব্যাট থেকে এসেছে ১১০ রান, বল হাতে নেন ১ উইকেট।


আরও পড়ুন: বিশ্বকাপজয়ী ইংলিশ তারকাকে দলে টানল ঢাকা


২০১৩ সাল থেকে বিপিএল খেলছেন আরিফুল, সিলেট ছাড়াও খেলেছেন চিটাগাং কিংস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা ডমিনেটরস, ঢাকা প্লাটুন, খুলনা টাইগার্সের হয়ে। ৬৭ ম্যাচে এখন পর্যন্ত করেছেন ১ হাজার ৪ রান। উইকেট নিয়েছেন ৩টি।


সিলেট স্ট্রাইকার্স স্কোয়াড

দেশি: মাশরাফী বিন মোর্ত্তজা, জাকের আলী অনিক, জাকির হাসান, তানজিম হাসান সাকিব, মেহেদি হাসান সোহাগ, টিপু সুলতান, জাওয়াদ আবরার, রনি তালুকদার, আল আমিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক (অধিনায়ক), নিহাদুজ্জামান ও নাহিদুল ইসলাম।

বিদেশি: পল স্ট্রার্লিং, জর্জ মুনসি, রাকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি, রিস টপলি, অ্যারন জোন্স ও জন রোস জাগেসার।

]]>
সম্পূর্ণ পড়ুন