এরই ধারাবাহিকতায় সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। অভিযান পরিচালনা করে এ সময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
বুধবার (২৬ মার্চ) ভোরে সিলেটের জকিগঞ্জ আটগ্রাম-সিলেট মহা-সড়কের সামনে চেকপোস্ট বসায় পুলিশ।এসময় একটি প্রাইভেট কারে করে ইয়াবা পাচারকালে পুলিশ অভিযান চালায় এসময় মাদক জব্দ করা হয়।
আরও পড়ুন: এক লাখ ইয়াবাসহ ৫ রোহিঙ্গা আটক
পুলিশ জানায়, ভোরে জকিগঞ্জ আটগ্রাম-সিলেট সড়কের কাজলসার ইউনিয়নের আটগ্রাম মসজিদের সামনে চেকপোস্ট পরিচালনা করে পুলিশ। অভিযান পরিচালনাকালে কালীগঞ্জ থেকে সিলেট অভিমুখে আসা একটি প্রাইভেটকার গতিবিধি সন্দেহজনক হলে ওই কারটিকে থামায় পুলিশ। পরে ওই কারে তল্লাশি চালানো হয়। এ সময় অভিনব কায়দায় প্রাইভেট কারের বডির নিচের অংশে সুকৌশলে লুকানো পলিপারযুক্ত প্যাকেটে করে আনা ১ হাজার পিস ইয়াবা জব্দ করে পুলিশ।
এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, আটক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।