সিলেটে স্বেচ্ছাসেবক লীগ নেতা শামীম গ্রেফতার

৪ সপ্তাহ আগে
সিলেটে বিশ্বনাথ পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সম্পাদক শামীম আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গ্রেফতার ওই স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আদালতে পাঠানো হবে বলে পুলিশ জানায়।

এর আগে বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


শামীম আহমদ বিশ্বনাথ পৌর এলাকার জানাইয়া গ্রামের আবুল কালামের ছেলে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকা থেকে সিলেট-২ আসনের সাবেক এমপি ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজ হন। এরপর ২৩ এপ্রিল সিলেটের বিশ্বনাথে ঘটে যায় রণক্ষেত্র। এ ঘটনায় আহত হওয়ার প্রায় ১৩ বছর পর গত ৬ মে সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা গ্রামের মৃত আসলাম আলীর ছেলে হাবিবুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।


আরও পড়ুন: পাবনায় ছাত্র-জনতার ওপর হামলা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার


মামলায় ১০৫ জনকে এজাহারনামীয় অভিযুক্ত ও আরও প্রায় তিন শতাধিক ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ওই মামলার এজাহারনামীয় অভিযুক্ত হচ্ছেন গ্রেফতার পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা শামীম আহমদ। পরে আদালতের নির্দেশনায় পরবর্তীতে মামলাটি রেকর্ড করে পুলিশ।


এ বিষয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, গ্রেফতার আসামিকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন