সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

১ দিন আগে
সিলেটের জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) সিলেটের জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের কেরাইয়া গ্রামে এই ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জে থাকা অবস্থায় শিপন চার্জ থেকে খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে শিপনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

 

শিপন জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের কেরাইয়া গ্রামের বাবুল বিশ্বাসের পুত্র। শিপনের এমন মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম। এমন ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে শিপনের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন