নিহতের নাম মাহফুজ মিয়া। তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার পেছি শেওরা গ্রামের বকুল মিয়ার ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এযারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন জানান, প্রাইভেট কারটি যাত্রীদের নিয়ে সিলেট বিমানবন্দরের দিকে যাচ্ছিলো। ট্রাকটি সিলেট নগরীরর দিকে আসার পথে মালনিছড়া চা বাগান এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কারটি দুমড়ে মুচড়ে যায়। সড়কে ছিটকে পড়েন যাত্রীরা। এতে একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন।
আরও পড়ুন: সৈয়দপুরে ট্রলি-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
স্থানীয়রা গুরুতর আহতবস্থায় কারে থাকা যাত্রী মাহফুজ মিয়াকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

২ সপ্তাহ আগে
৪





Bengali (BD) ·
English (US) ·