এজমা হৃদরোগ ও ক্যান্সারে আক্রান্তদের হজের অনুমতি নেই: ধর্ম উপদেষ্টা

১৩ ঘন্টা আগে
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘এজমা, হৃদরোগ ও ক্যান্সারের মতো দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের হজে যেতে বারণ করেছে সৌদি সরকার। তাই ধর্ম মন্ত্রাণালয় এইসব রোগীদের হজে যেতে দেবে না।’

বুধবার (১০ ডিসেম্বর) সকালে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নাটোর জেলা মডেল মসজিদ উদ্বোধন শেষে উপদেষ্টা এই কথা বলেন।


তিনি বলেন, ‘কোনো চিকিৎসক এসব রোগে আক্রান্তদের সুস্থ বলে সার্টিফিকেট দিলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।’


আরও পড়ুন: জনগণের আবেগকে উস্কে দেয়ার অধিকার কারো নেই: ধর্ম উপদেষ্টা


বয়স্কদের হজে না যাওয়ার পরামর্শ দিয়ে উপদেষ্টা বলেন, হজে অনেক পরিশ্রম হয়; তাই বয়স্ক মানুষদের জন্য কঠিন হয়। তিনি বয়স্কদের হজে না যেতে আহ্বান করেন।


হজের সিন্ডিকেট ভেঙে দেয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘হজের জন্য সর্বোচ্চ কম খরচ করার চেষ্টা চলছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন