মৌলভীবাজারে মোটরসাইকেলে টমটমের ধাক্কায় ২ চাচাতো ভাই নিহত

১৩ ঘন্টা আগে
মৌলভীবাজারে কুলাউড়ায় মোটরসাইকেলের সঙ্গে টমটমের ধাক্কায় দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার শরীফপুর ইউনিয়নের তালতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: ব্যবসায়ী মো. গিয়াস উদ্দিন এবং তার চাচাতো ভাই জালাল আহমদ। দুজনই উপজেলার তেলিবিল (তালতলা) গ্রামের বাসিন্দা।


এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।


আরও পড়ুন: মরদেহ দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন ৩ ভাই, একসঙ্গে দাফন


স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোটরসাইকেলে বটতলা বাজারের দিকে যাচ্ছিলেন গিয়াস উদ্দিন ও জালাল আহমদ। পথে তালতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত টমটমের সঙ্গে ধাক্কা লাগলে দুজনই গুরুতর আহত হন।


স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন