বুধবার (২২ অক্টোবর) বিকেল ৫টার দিকে দক্ষিণ সুরমার কুমিল্লা পট্টি এলাকা সংলগ্ন সুরমা নদী থেকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন ওই যুবক। পরে বিকেলে নদীতে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে থানায় খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: মোংলায় নদীতে ভাসছিল যুবকের মরদেহ, উদ্ধার করল পুলিশ
এ দিকে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সুরমা নদীতে মরদেহ ভেসে উঠলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। এখনো মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

৪ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·