সিলেটে ট্রাক ভর্তি ভারতীয় পণ্য জব্দ, আটক ২

১ সপ্তাহে আগে
সিলেটে ট্রাকভর্তি ভারতীয় কসমেটিক্স জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়।

রোববার (২৯ ডিসেম্বর) আনুমানিক রাত ৯ টায় খাদিম সুরমা বাইপাস পয়েন্টে চেকপোস্ট বসিয়ে শাহপরাণ (রহ.) থানা পুলিশ এই চালান ধরে। জব্দ করা কসমেটিক্সের মূল্য প্রায় ৫১ লাখ ১৭ হাজার টাকা।


আটকরা হলেন: রাজশাহী জেলার শ্যামপুর পশ্চিমপাড়ার মৃত আবুল কাশেমের ছেলে আবদুল রশিদ ও একই জেলার চন্দ্রিমা খরখরীর এন্তাজ আলীর ছেলে মো. সুমন আলী।

 

আরও পড়ুন: ঢাকা-সিলেট মহাসড়ক থেকে জব্দ কোটি টাকারও বেশি ভারতীয় পণ্য


পুলিশ জানায়, খাদিম সুরমা বাইপাস পয়েন্টে চেকপোস্ট বসানো হয়। এ সময় সীমান্ত এলাকা থেকে একটি ট্রাক আসলে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ট্রাকের ভেতর বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স পাওয়া যায়। পুলিশ কসমেটিক্স জব্দ এবং ট্রাকের ড্রাইভার ও হেলপারকে আটক করে।


মোহাম্মদ সাইফুল ইসলাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার জানান, জিজ্ঞাসাবাদে আটক ট্রাক চালক ও হেলপার জানিয়েছে জব্দ করা ভারতীয় পণ্যের মালিক সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরের রহমত উল্লাহ। আটক ব্যক্তি ও চোরাচালান পণ্যের মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন