বুধবার (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী এসব কথা বলেন।
তিনি বলেন, সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে বিআরটিএকে গাড়ির ফিটনেস সঠিকভাবে যাচাই করতে হবে। ফিটনেসবিহীন গাড়ি যেন চলতে না পারে এবং ড্রাইভিং লাইসেন্স প্রদানের ক্ষেত্রে শুধুমাত্র যোগ্য ব্যক্তিদের বিবেচনা করা হবে। এছাড়া পরিবহন মালিক ও শ্রমিকদের ন্যুনতম শিক্ষা গ্রহণ করে সড়ক আইন এবং দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিতে হবে। রোড সাইন মেনে চলা, গাড়ি চালানোর পূর্বে যন্ত্রাংশ পরীক্ষা এবং পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করা সড়ক দুর্ঘটনা কমানোর জন্য গুরুত্বপূর্ণ।
সভায় তিনি বাংলাদেশে নিরাপদ সড়ক আন্দোলনের পথিকৃৎ অভিনেতা ইলিয়াস কাঞ্চনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সুস্থতা কামনা করেন। এ আন্দোলনকে সফল করে নিরাপদ বাংলাদেশ গড়তে সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানান।
আরও পড়ুন: সিলেট জৈন্তাপুর সীমান্তে চোরাচালানের সময় বিজিবির গুলিতে যুবক নিহত
বিভাগীয় কমিশনারের বক্তব্য শেষে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ১৫টি পরিবারের মধ্যে ৭৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী রেজাই রাফিন সরকার। এছাড়া উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আহমাদ মাঈনুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ, পরিবহন খাত সংশ্লিষ্ট মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার পায়রা ও বেলুন উড়িয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ এর সূচনা করেন। এরপর জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে নগরীর বন্দর বাজার প্রদক্ষিণ করে জেলা প্রশাসন চত্বরে শেষ হয়।
]]>
৪ সপ্তাহ আগে
৮







Bengali (BD) ·
English (US) ·