বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় এসএমপি সদর দফতরে এসএমপি কমিশনার মো. রেজাউল করিমের সভাপতিত্বে সভায় পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সেনাবাহিনী, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনপি-জামায়াত নেতা, ইসকন, সাংবাদিক ও ছাত্র নেতাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইসকন ইস্যুতে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা বন্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দেন তারা।
আরও পড়ুন: হিন্দুদের নিরাপত্তা দিয়ে ইসকনকে রুখে দেয়ার ঘোষণা মামুনুল হকের
পরে ইসকন ইস্যুতে ইসকনকে এক সপ্তাহ কর্মসূচি না দেয়ার জন্য বক্তারা আহ্বান জানালে ইসকন সিলেটের নেতারা এই ইস্যুতে কোনো কর্মসূচি না দেয়ার ঘোষণা দেন।
আরও পড়ুন: ইসকন নিষিদ্ধে ১০ আইনজীবীর লিগ্যাল নোটিশ
রাজনৈতিক নেতাদের মধ্য উপস্থিত ছিলেন, সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা খন্দকার মুক্তাদির, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী, জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
]]>