সোমবার (২৭ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
অভিযানে আকিকুর রহমান ফরহাদ ওরফে কালা ফরহাদ নামে আরেক আসামির বাড়িতেও অভিযান চালানো হয়, তবে তাকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ জানায়, দুজনের বাড়িই কদমতলি এলাকায় অবস্থিত।
স্থানীয় সূত্রে জানা গেছে, আকিকুর রহমান ফরহাদ দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) মো. মারফত আলী বলেন, 'ঘটনার পর এনা পরিবহনের সিলেট বিভাগীয় পরিচালক আমিনুল ইসলাম রুকন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।'
আরও পড়ুন: ব্যাংকে জমা দিতে যাওয়ার সময় সিলেটে ১২ লাখ টাকারও বেশি ছিনতাই
রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার কদমতলি পয়েন্ট এলাকায় এনা পরিবহনের কর্মচারীর কাছ থেকে প্রায় ১২ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।

৩ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·