বিউবোর বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ কেভি ফিডারসমূহের বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত, সংরক্ষণ এবং রাইট-অফ-ওয়ে বরাবর গাছপালা কাটার কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় চলমান কাজের অংশ হিসেবেও এই ব্যবস্থা নেয়া হয়েছে।
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না- বালুচর, শান্তিবাগ আবাসিক এলাকা, সোনার বাংলা আবাসিক এলাকা, নতুন বাজার, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস এলাকা ও আশেপাশের অঞ্চল।
এছাড়া, নিরাপত্তার স্বার্থে শাটডাউন চলাকালে লাইন চালু আছে বলে বিবেচনা করা হবে, এমনটি জানানো হয়েছে বিউবোর পক্ষ থেকে।
বিউবো জানায়, নির্ধারিত সময়ের আগেই যদি কাজ শেষ হয়, তবে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।
আরও পড়ুন: দক্ষিণাঞ্চলে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন
বিদ্যুৎ সরবরাহে এই সাময়িক বিঘ্নের জন্য বিউবো গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে অনুরোধ করেছে।
সাম্প্রতিক সময়ে সিলেটে বিদ্যুৎ বিতরণ লাইন সংস্কার, ট্রান্সফরমার প্রতিস্থাপন ও অবকাঠামো উন্নয়ন কাজের জন্য পর্যায়ক্রমে বিভিন্ন ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে।

৩ সপ্তাহ আগে
৮







Bengali (BD) ·
English (US) ·