বৃহস্পতিবার (২০ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সুরাইঘাট বিওপির একটি টহলদল কানাইঘাট পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন এলাকায় অভিযান চালায়।
এ সময় ধানের তুষভর্তি একটি ট্রাককে থামার সংকেত দিলে চালক দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে কানাইঘাট-সিলেট সড়ক থেকে মালিকবিহীন অবস্থায় ট্রাকটি আটক করতে সক্ষম হয় বিজিবি। তল্লাশিতে ধানের তুষের বস্তার নিচে কৌশলে লুকানো অবস্থায় ৫ হাজার ৩৬৫ কেজি ভারতীয় জিরা পাওয়া যায়। ট্রাকসহ যার মোট সিজারমূল্য ১ কোটি ৩ লাখ ৬৫ হাজার টাকা।
আরও পড়ুন: বিজিবির অভিযানে অক্টোবরে ২০৬ কোটি টাকার পণ্যসামগ্রী উদ্ধার
এর আগে বুধবার (১৯ নভেম্বর) সুরাইঘাট, জৈন্তাপুর ও লালাখাল বিওপির টহলদল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩ হাজার ৬০ কেজি ভারতীয় পেঁয়াজ, ১২০ কেজি জিরা, ২টি গরু, ২টি ইঞ্জিনচালিত কাঠের নৌকা ও ২টি পিকআপ জব্দ করে। এসব মালামালের সিজারমূল্য ৩৯ লাখ ৩৭ হাজার ২০০ টাকা।
বিজিবি জানায়, দুই দিনের অভিযানে জব্দ করা মালামালের সর্বমোট মূল্য ১ কোটি ৪৩ লাখ ২ হাজার ২০০ টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা কার্যক্রম ও অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।
]]>
১৪ ঘন্টা আগে
১







Bengali (BD) ·
English (US) ·