সিলেট নগরীতে ডাকাতির চেষ্টাকালে আটক ৬

১ সপ্তাহে আগে
সিলেট নগরীর বন্দরবাজার থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১১ মে) বিকাল ৩টার দিকে গাজী বোরহান উদ্দিন মার্কেটের পেছনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতাররা হলেন- চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার আইটপাড়া এলাকার ইউনুস মিয়ার ছেলে মো. নাজিম উদ্দিন (২৭), সিলেটের জালালাবাদ থানার পাঠানটুলা এলাকার শাহজান মিয়ার ছেলে কাউসার আহমদ (৩০), হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার হরিপুর এলাকার শামীম মিয়ার ছেলে রাজু মিয়া (২১), সিলেটের মোগলাবাজার থানার সিলাম মাঝপাড়া এলাকার হোসেন মিয়ার ছেলে শুভ আহমদ (২৬), সিলেটের কোতোয়ালী বেতের বাজার এলাকার কালাই মিয়া স্বপন আহমদ (২৫), কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার বাজিতপুর নান্দিনা এলাকার আব্দুস সালামের ছেলে সাগর মিয়া (৩০)।


সিলেট মেট্টোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রোববার বিকালে নগরীর বন্দরবাজারস্থ কাষ্টঘর সুইপার কলোনির বিপরীতে গাজী বোরহান উদ্দিন মার্কেটের পেছনে ১২ থেকে ১৫ জন ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ খবর পেয়ে বন্দরবাজার ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে। এ সময় অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জন ডাকাত দৌড়ে পালিয়ে যায়।


আরও পড়ুন: এক্সপ্রেসওয়েতে ডাকাতির চেষ্টা, ভাইরাল ভিডিও দেখে ৫ জনকে ধরল পুলিশ


তিনি আরও জানান, আটকদের কাছ থেকে  ৪টি ধারালো চাকু, ১টি ধারালো রামদা ও ১টি ধারালো লম্বা ছুরি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন