সিলিং ফ্যানে একই ওড়নায় ঝুলছিল স্বামী–স্ত্রীর মরদেহ

৩ সপ্তাহ আগে
ময়মনসিংহের ভালুকায় সিলিং ফ্যানে একই ওড়নায় ঝুলন্ত অবস্থায় স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) রাতে উপজেলার ডুবালিয়াপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।


নিহত মাফিজুর রহমান সাগর (২২) দিনাজপুরের ঘাগড়াগাছি এলাকার আব্দুর রশিদের ছেলে। রেহেনা আক্তার নুপুর (২০) নেত্রকোনা মদনের দুখু মিয়ার মেয়ে। তারা দুজনই স্থানীয় পোশাক কারখানায় কাজ করতেন।


আরও পড়ুন: ভৈরবে স্বামী-স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার


ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছন।


তিনি জানান, ‘উপজেলার ডুবালিয়াপাড়া এলাকায় সিলিং ফ্যানের সঙ্গে একই ওড়না গলায় পেঁচিয়ে স্বামী মাফিজুর রহমান সাগর এবং স্ত্রী রেহেনা আক্তার নুপুর আত্মহত্যা করেছেন।


তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহে কারণে তারা আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন