৮ ডিসেম্বর আসাদ সরকার পতনের পর সিরিয়ার অনেক সিনিয়র কর্মকর্তা এবং সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসক পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তিরা দেশ ছেড়ে প্রতিবেশী লেবাননে পালিয়ে যান।
সিরিয়ায় লন্ডন ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) এবং লেবাননের নিরাপত্তা কর্মকর্তা বলেছেন যে বিভিন্ন পদে থাকা সিরিয়ান সামরিক কর্মীদের লেবাননের উত্তর আরিদা ক্রসিং দিয়ে ফেরত পাঠানো হয়েছে।
আরও পড়ুন:আল-আকসা প্রাঙ্গণে আবারও ইসরাইলের কট্টরপন্থি মন্ত্রী, মিশরের নিন্দা
সীমান্ত দিয়ে সিরিয়ায় ফেরত যাওয়ার পর নতুন ক্ষমতাসীন কর্তৃপক্ষ তাদের আটক করেছে বলেও জানায় এসওএইচআর এবং নিরাপত্তা কর্মকর্তা।
নতুন প্রশাসন সাম্প্রতিক দিনগুলোতে আসাদ সরকারের ঘনিষ্ঠদের মধ্যে যাদের আটক করতে বাকি আছে তাদের বিরুদ্ধে একটি বড় নিরাপত্তা ক্র্যাকডাউন চালাচ্ছে।
তবে এ বিষয়ে লেবানিজ ও সিরিয়ার সরকারি কর্মকর্তারা কোনো তথ্য জানাতে অস্বীকার করেছেন।
এর আগে শুক্রবার রয়টার্স প্রতিবেদনে জানিয়েছে যে আসাদের চাচা রিফাত আল-আসাদ সম্প্রতি বৈরুত থেকে দুবাইয়ে চলে গেছেন। যাকে ১৯৮২ সালে বিদ্রোহ দমনে চালানো নৃশংসতার জন্য সুইজারল্যান্ডে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়।
এই মাসের শুরুর দিকে, লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী বাসাম মাওলাভি বলেছেন, আসাদের শীর্ষ উপদেষ্টা বুথাইনা শাবানও বৈরুতে ছিলেন এবং সেখান থেকে অন্য কোথাও চলে গেছেন। তিনি বৈধভাবে লেবাননে প্রবেশ করেছিলেন।
আরও পড়ুন:ইসরাইলের বিমানবন্দরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের
এছাড়া সৌদি মালিকানাধীন আন্তর্জাতিক আরবি টেলিভিশন আল আরাবিয়ার সাথে একটি সাক্ষাৎকারে, মাওলাভি বলেছেন যে অন্যান্য সিরিয়ান কর্মকর্তারা লেবাননে অবৈধভাবে প্রবেশ করেছিল এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
]]>