সিরিজ বাঁচানোর মিশনে তাসকিনকে বসিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

৬ দিন আগে
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচানোর মিশনে টস হেরে ফিল্ডিংয়ের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। একাদশে এসেছে দুই পরিবর্তন। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের জায়গায় সুযোগ পেলেন রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে আফগানরা।

আবুধাবিতে শনিবার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল।

 

প্রথম ওয়ানডেতে আফগানিস্তান জয়টা একপ্রকার অনায়াসেই পেয়েছিল। বাংলাদেশকে ২২১ রানে গুটিয়ে দিয়ে ১৭ বল বাকি থাকতেই ৫ উইকেটের জয় পেয়ে যায় তারা। আজকের ম্যাচে তাদের সিরিজ জয়ের হাতছানি, অন্য কথায় বাংলাদেশের সিরিজ হার।

 

২০২৩ ও ২০২৪ সালে সবশেষ দলটির বিপক্ষে খেলা দুই সিরিজেই হেরেছিল বাংলাদেশ। আজ হারলে হবে সিরিজ হারের হ্যাটট্রিক।

 

আরও পড়ুন: ব্যাটিং ব্যর্থতায় নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের

 

সিরিজ বাঁচানোর মিশনে বাড়তি স্পিনার খেলানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। সুযোগ দেওয়া হয়েছে রিশাদ হোসেনকে। ফিরেছেন অভিজ্ঞ মোস্তাফিজুও। তাদের জায়গা করে দিতে বেঞ্চে বসানো হয়েছে তাসকিন আর হাসানকে। অন্যদিকে প্রথম ওয়ানডের দল নিয়েই মাঠে নামছে আফগানরা।

 

আফগানিস্তানের একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইবরাহিম জাদরান, সেদিকুল্লাহ আতল, রহমত শাহ, হাসমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গেলিয়া খারোতে, এএম গজানফর ও বশির আহমদ।

 

আরও পড়ুন: তামিমের বিশ্বাস, ওয়ানডেতে সফলতার রাস্তা খুঁজে বের করবে মিরাজ-সাইফরা

 

বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, জাকের আলী (উইকেটকিপার), রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম।

]]>
সম্পূর্ণ পড়ুন