সিরাজদিখানে সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত ১০

২ সপ্তাহ আগে
মুন্সীগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে তিন জন টেঁটাবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে ৫টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী বাজারে এ সংঘর্ষে তিনটি দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ফের সহিংসতার আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন করা হয়েছে।


পুলিশ ও স্থানীয়রা জানান, লতব্দী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শামসুদ্দিন খান খোকনের সঙ্গে একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শাহ আলীর পূর্ব বিরোধ চলছিল। এর জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শামসুদ্দিন খান খোকনের লোকজন শাহ আলী মেম্বারের লোকজনের ওপর হামলা করে। দোকান ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় সংঘর্ষ বেঁধে যায়। এতে মরিয়ম বেগম (৪৫), শিশু মোল্লা (৫০) ও সজীব মিয়া (২৮) টেঁটাবিদ্ধ হয়। আরও আহত হয় অন্তত সাত জন। টেঁটাবিদ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের স্থনীয় চিকিৎসা কেন্দ্রসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরও পড়ুন: নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত শ্রমিকদল নেতার মৃত্যু


সাবেক ইউপি সদস্য শাহ আলী মেম্বার বলেন, ‘আমি বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সিরাজদিখান মারকাজ মসজিদে ছিলাম, মারামারির বিষয়টা আমি পরে জানতে পেরেছি।’ 


অন্যদিকে সাবেক ইউপি সদস্য শামসুদ্দিন খান খোকনের মোবাইল ফোনে একাধিক বার ফোন করলেও ফোন রিসিভ করেননি।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে স্মৃতিস্তম্ভে ফুল দেয়া নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২


সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান বলেন, খোকন মেম্বারের লোকজন শাহ আলী মেম্বারের লোকজনের ওপর হামলা করলে সংঘর্ষ বাঁধে। এবিষয়ে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিত নিয়ন্ত্রণে রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন