সিরাজগঞ্জে স্কুল শিক্ষিকাকে মারধরের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

৩ সপ্তাহ আগে
সিরাজগঞ্জের তাড়াশে স্কুল শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসকে মারধরের ঘটনায় অভিযুক্ত মোশারফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১১ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত মোশারফ হোসেনকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়।

 

এর আগে ভুক্তভোগী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস অভিযুক্ত মোশারফ হোসেনকে আসামি করে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্তকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ।

 

আরও পড়ুন: শ্রেণিকক্ষে শিক্ষিকাকে মারপিট, হাসপাতালে ভর্তি

 

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে নলুয়াকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস নিচ্ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস। এসময় জান্নাতুল ফেরদৌসের সহকর্মী আসমা খাতুনের স্বামী মোশারফ হোসেন বিদ্যালয়ে আসেন। তখন তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি জান্নাতুল ফেরদৌসকে মারধর করেন।

 

মারধরে ওই শিক্ষিকার মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। এসময় তার চিৎকারে বিদ্যালয়ের অন্য শিক্ষকেরা এগিয়ে এলে মোশারফ দ্রুত বিদ্যালয় থেকে বের হয়ে যান। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন