সিরাজগঞ্জে নিখোঁজের ৪ দিন পর ডোবা থেকে ২ জনের মরদেহ উদ্ধার

৪ সপ্তাহ আগে
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নিখোঁজের ৪ দিন পর ডোবা থেকে ২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন- বৈকুন্ঠপুর গ্রামের তোতা শেখের ছেলে হৃদয় শেখ (১৮) এবং একই গ্রামের বদিউজ্জামান শেখের ছেলে রিয়াজ শেখ (১৪)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। 

 

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, ১৬ মার্চ রাত ১০টার পর থেকে নির্মাণ শ্রমিক হৃদয় এবং রিয়াজ বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। পরে অনেক খোঁজাখুঁজি করার পর তাদের না পেয়ে পরের দিন স্বজনরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।    

 

আরও পড়ুন: হাজার বছরের এ মসজিদে সিন্নি খাওয়ালে জুড়ায় প্রাণ!

 

তিনি আরও জানান, বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে ওই এলাকায় কচুরিপানার ভেতরে ২ জনের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের দুজনের মধ্যে উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ঐ ২ জনকে হত্যার পর ঘটনাস্থলে মরদেহ ফেলে গেছে কেউ। তবে কী কারণে তাদের হত্যা করা হয়েছে, তা জানা যায়নি। হত্যাকাণ্ডের কারণ তদন্ত করে বের করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন