সিমিওনেরা গোল করলে ম্যাচ হারে না আর্জেন্টিনা

৩ সপ্তাহ আগে
দিয়েগো সিমিওনে অ্যাতলেটিকো মাদ্রিদের কোচ। বুধবার (২৬ মার্চ) সকালে ব্রাজিলের বিপক্ষে তার ছোট ছেলে জুলিয়ানো সিমিওনে আর্জেন্টিনার জার্সিতে প্রথম গোল পেয়েছেন। আর তাতে এক কীর্তিও গড়ে ফেলেছে সিমিওনে পরিবার। এ নিয়ে দ্বিতীয়বাবের মতো এক পরিবারের কমপক্ষে তিন সদস্য আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে গোল করলেন।

এর আগে এমন ঘটনা প্রথম ঘটেছিলো বিংশ শতাব্দীর প্রথম দশকে। বিখ্যাত ব্রাউন পরিবারের চার ভাই আলফ্রেদো, এর্নেস্তো, এলিসিও এবং হোর্হে ওই সময়ের মধ্যে আর্জেন্টিনার জার্সিতে গোল করেছিলেন। 

 

তবে অন্য একটা জায়গায় অনন্য এক কীর্তি গড়েছে ফেলেছে সিমিওনে পরিবার। আকাশী-সাদা জার্সিতে সিমিওনেরা গোল করেছেন, এমন কোনও ম্যাচ হারেনি আলবিসেলেস্তেরা।

 

আরও পড়ুন: মেসিকে ছাড়াই ব্রাজিলকে এক হালি গোল দিল আর্জেন্টিনা

 

জুলিয়ানো সিমিওনের আগে আর্জেন্টিনার জার্সিতে গোল করেন তার বড় ভাই জিওভানি সিমিওনে। সেই গোলটা ছিলো নিজের অভিষেক ম্যাচেই। ২০১৮ সালের সেপ্টেম্বরে গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচ ৩-০ ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা। জুলিয়ানোর মতো জিওভানির গোলটাও ছিল ম্যাচের শেষ গোল। 

 

২৯ বছর বয়সী জিওভানি বর্তমানে ইতালিয়ান ক্লাব নাপোলিতে খেলছেন। আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত খেলেছেন ৬ ম্যাচ। সর্বশেষ ম্যাচটি খেলেছেন ২০২৩ সালের জুনে। 

 

আরও পড়ুন: দ. আমেরিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের টিকিট পেল আর্জেন্টিনা

 

দিয়েগো সিমিওনের ছেলেরা খেলেন ফরোয়ার্ড পজিশনে। কিন্তু দিয়েগো ছিলেন মিডফিল্ডার। জাতীয় দলে তার ক্যারিয়ার বেশ লম্বা। ১৯৮৮ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত আর্জেন্টিনার হয়ে খেলেছেন ১০৮ ম্যাচ, গোল করেছেন ১১টি। তবে সেই ১১ গোলের দশটিতেই জিতেছে আর্জেন্টিনা, একটি ম্যাচ ড্র হয়েছে। 

 

Giuliano Simeone hugging his mom after scoring his goal for Argentina! pic.twitter.com/jAnzayZj19

— Roy Nemer (@RoyNemer) March 26, 2025

 

দিয়েগো সিমিওনে আজ তার ছেলের খেলা দেখতে মাঠে যাননি। তবে দিয়েগোর প্রথম ও সাবেক স্ত্রী কারোলিনা বালদিনি ঠিকই মাঠে গিয়েছিলেন। এদিকে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের একটি ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ম্যাচ শেষ হতেই গ্যালারিতে মায়ের কাছ ছুটে যান জুলিয়ানো। তার মা তাকে জড়িয়ে ধরে আদর করতে থাকেন।

]]>
সম্পূর্ণ পড়ুন