সিন্ডিকেটের অভিযোগে ঢাবি সাদা দলের পাল্টা কমিটি ঘোষণা

১ সপ্তাহে আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকদের ফোরাম সাদা দলের আলাদা কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এক সংবাদ সম্মেলন করে কমিটিতে আহ্বায়ক হিসেবে অধ্যাপক ড. আমিনুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ আল মুজাদ্দেদী আলফেছানী ও অধ্যাপক ড. মেজবাহ-উল-ইসলামের নাম ঘোষণা করা হয়।

এর আগে সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে ঢাবি সাদা দলের নতুন কমিটিকে ‘সিন্ডিকেট ও কোটা’ কমিটি আখ্যা দিয়েে এই পাল্টা কমিটি ঘোষণা করেন জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষকরা। এসময় ৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়। যেখানে আছেন—ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. সেলিম রেজা, প্রাণ রসায়ন বিভাগের অধ্যাপক ড. এনামুল হক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড.আতাউর রহমান মিয়াজী, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক শফিক আহমেদ, রসায়ন বিভাগের অধ্যাপক ইমরান তায়েব এবং এস এম মোস্তফা আল মামুন।


সবশেষ হিসাব অনুযায়ী সাদা দল সমর্থক মোট ১২১ জন শিক্ষকের মধ্যে তাদের ৫৮ জন  শিক্ষক  রয়েছেন বলে জানান এই কমিটির আহ্বায়ক ড. আমিনুল ইসলাম তালুকদার। তিনি বলেন,  পুনর্গঠিত সাদা দল ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম। কেবল জাতীয়তাবাদী চিন্তার ধারক-বাহক সদস্যরাই এতে যুক্ত থাকবেন। দুর্নীতি, অযোগ্যতা ও আপসকামিতার বিরুদ্ধে এটি এক কার্যকর প্রতিবাদ।


লিখিত বক্তব্যে অধ্যাপক ড.আমিনুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তচিন্তা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের পথপ্রদর্শক হিসেবে পুনর্গঠিত হয়েছে সাদা দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের চিন্তাধারার অনুগামী এই সাদা দল বিদ্যমান দলের অভ্যন্তরে সাংগঠনিক দুর্বলতা ও নানাবিধ অসংগতির পরিপ্রেক্ষিতে পুনর্গঠিত হচ্ছে। মহান মুক্তিযুদ্ধের আদর্শ, গণতন্ত্র পুনরুদ্ধারে দীর্ঘ সংগ্রামের প্রেক্ষাপটে সংগঠিত জুলাই বিপ্লবের আদর্শ ও চেতনা। পুনর্গঠিত সাদা দল ধারণ করে এগিয়ে যেতে সংকল্পবদ্ধ।


তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত করা, রাষ্ট্র পরিচালনায় বুদ্ধিবৃত্তিক সহায়তা প্রদান করে জাতির আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত করা, শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নত সমৃদ্ধ করা, ছাত্র-শিক্ষক সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করা, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষা, গবেষণা ও অ্যাকাডেমিক প্রশাসনে গঠনমূলক মতামত ও সহায়তা প্রদান করা পুনর্গঠন সাদা দলের লক্ষ্য। এছাড়া তারা সাদা দলে বর্তমান প্রস্তাবিত নেতৃত্ব অগ্রহণযোগ্য হওয়ার পেছনের কারণ হিসেবে সাদা দলে বিদ্যমান গঠনতন্ত্রবিরোধী বিশেষ বলয় কমিটি, স্বৈরাচারী ও অগণতান্ত্রিক মনোভাব, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কার্যকর আন্দোলনের ব্যর্থতা, দিশারিতা ও বিশ্বাসঘাতকতা, দলে অবৈধ প্রভাব বিস্তার, সাধারণ শিক্ষক শিক্ষার্থীদের আস্থা হারানো, নারী নেতৃত্বের প্রতি বৈষম্য, ইসলামী মূল্যবোধবিরোধী কর্মকাণ্ড প্রভৃতি বিষয়ের কথা তুলে ধরেন।


আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের নতুন কমিটি


তারা আরও বলেন, দুইজন যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও আবুল কালাম সরকার গঠনতন্ত্রবিরোধী বিশেষ (বলয়) কমিটির সদস্য হওয়ায় এবং ১০ থেকে ১৫ বছর নেতৃত্বে থাকায় তারাও বর্তমান প্রস্তাবিত পদে থাকার নৈতিক কার্যকর অধিকার হারিয়েছেন।


দলের নেতৃত্ব দীর্ঘদিন ধরে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে এবং বারবার দলের গঠনতন্ত্র লঙ্ঘনের ঘটনাও ঘটেছে দাবি করে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়- অযোগ্য নেতৃত্ব, সুবিধাবাদী সদস্য এবং বিশেষ সিন্ডিকেটের প্রভাবের কারণে ঢাবিই সাধারণ শিক্ষক সমাজের নিকট সাদা দল গ্রহণযোগ্যতা হারিয়েছে।  ফলে সাদা দলের পুনর্গঠন অপরিহার্য হয়ে পড়েছে জানিয়ে সংস্কারপন্থি শিক্ষকরা বলেন,  বিরাজমান পরিস্থিতির কারণে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, গণতন্ত্র, ন্যায়নীতি এবং শিক্ষক সমাজের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সোচ্চার শিক্ষকবৃন্দ আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। সুতরাং পুনর্গঠিত এই সাদা দল হবে স্বচ্ছ, গণতান্ত্রিক এবং শিক্ষার উৎকর্ষে নিবেদিত।


সাদাদলের নব গঠিত কমিটির পদধারীরা একাধিক পদ ধরে রেখেছেন দাবি করে পাল্টা কমিটি ঘোষণাকারী শিক্ষকরা বলেন, অধ্যাপক মোর্শেদ হাসান খান বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক, বিএনপির মিডিয়া সেলের সদস্য, UTAB-এর মহাসচিব ZRF-এর ডিরেক্টর অ্যাডমিনসহ বিভিন্ন দলীয় পদে আসীন। বিএনপির গঠনতন্ত্রের ১৫ ধারায় 'এক নেতা এক পদ' বাস্তবায়নেই সাদা দলের পেশাজীবীরা দেখতে চান। আমরা মনে করি, বিএনপির বহু পদে আসীন মোর্শেদ হাসান খান ঢাবি সাদা দলের বিশেষ সিন্ডিকেট/কোটাধারীর সঙ্গে যুক্ত হয়ে সাদা দলের জাতীয়তাবাদী চরিত্র ধ্বংসের দিকে ধাবিত করবেন এবং জাতির সামনে জাতীয়তাবাদী শক্তি প্রশ্নবিদ্ধ করবেন।

]]>
সম্পূর্ণ পড়ুন