সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

৩ দিন আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিন থেকে চার মাসের বেকয়া বেতন ও বোনাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রফতানিমুখী একটি পোশাক কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের মাদানিনগর এলাকায় এ.এস.টি গার্মেন্টসের শ্রমিকরা এই বিক্ষোভ করেন। এ সময় মহাসড়কের এক পাশের লেনে আধা ঘণ্টাব্যাপী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন বিভিন্ন গণপরিবহনের যাত্রীরা।


শ্রমিকদের অভিযোগ, মাদানিনগর এলাকার এ.এস.টি গার্মেন্টসে কর্মরত প্রায় ২৫০ জন শ্রমিকের তিন থেকে চার মাসের বেতন ও ঈদের বোনাস বকেয়া রয়েছে। মালিকপক্ষ শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস না দিয়েই ঈদের আগে কারখানা ছুটি দিয়ে দেন। তবে ঈদের ছুটির পর বকেয়া বেতন বোনাসসহ সব পাওনা পরিশোধ করা হবে বলে মালিকপক্ষ শ্রমিকদের আশ্বাসও দিয়েছিলেন।


শ্রমিকরা আরও অভিযোগ করেন, ঈদের পর ছুটি শেষে শ্রমিকরা কাজে যোগদান করতে এসে গার্মেন্টসে তালা দেখতে পান। পরবর্তীতে যোগাযোগ করে তারা জানতে পারেন মালিকপক্ষ কৌশল করে শ্রমিকদের ছুটি দিয়ে রাতের অন্ধকারে কারখানার মেশিনসহ যাবতীয় সব মালামাল সরিয়ে নিয়ে পালিয়ে গেছে। ফলে কারখানাটিতে কর্মরত প্রায় ২৫০ জন শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন এবং তাদের বকেয়া পাওনা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন। তাই তিন থেকে চার মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।


আরও পড়ুন: ছয় দাবিতে ঠাকুরগাঁও পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ


এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, আমরা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছি। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মালিকপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু তাদের মোবাইল ফোন বন্ধ রয়েছে।


তবে বকেয়া পাওনার বিষয়ে শ্রমিকদের পক্ষ থেকে কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন