আগামীকাল শুক্রবার (৩ ডিসেম্বর) সিডনিতে সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া-ভারত। এই টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার মিচেল মার্শ। তার জায়গায় তাসমানিয়ান অলরাউন্ডার বিউ ওয়েবস্টারের অভিষেক হতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
সিডনি টেস্টে যে একাদশে একটিমাত্র পরিবর্তন আনতে যাচ্ছে অস্ট্রেলিয়া তা সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন কামিন্স। জানান, পাঁজর/পিঠে চোট থাকলেও সিডনি টেস্টে মিচেল স্টার্ককে খেলার জন্য ফিট ঘোষণা করা হয়েছে।
এই সিরিজে এই নিয়ে অস্ট্রেলিয়ার তৃতীয় খেলোয়াড়ের অভিষেক হচ্ছে। পার্থে প্রথম টেস্টে ওপেনার নাথান ম্যাকসুইনির অভিষেক হয়। এরপর মেলবোর্নে চতুর্থ টেস্টে আরেক ওপেনার স্যাম কনস্ট্যাসের অভিষেক হয়। এবার অলরাউন্ডার বিউ ওয়েবস্টারের পরীক্ষার পালা।
আরও পড়ুন: ৪২৯ রানের টি-টোয়েন্টি ম্যাচে শেষ হাসি শ্রীলঙ্কার
সিরিজের শেষ টেস্টের আগে একাদশে মার্শের জায়গা নড়বড়ে হয়ে পড়েছিল। পুরো টুর্নামেন্টে বলার মতো কিছুই করতে পারেননি তিনি। ব্যাট হাতে ১০.৪২ গড়ে মাত্র ৭৩ রান করেছেন মার্শ, যার মধ্যে ৪৭ রান করেছেন পার্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে যখন ম্যাচ অস্ট্রেলিয়ার হাত থেকে ফসকে গেছে। বল হাতেও সাত ইনিংসে মাত্র ৩৩ ওভার বল করেছেন মার্শ। সিরিজের প্রথম ইনিংসে ১২ রানে ২ উইকেট শিকারের পর বাকি ম্যাচগুলোতে ২৮ ওভার বল করে ১২৭ রান দিয়ে মাত্র ১ উইকেট শিকার করেছেন তিনি।
একাদশে ঢোকা ওয়েবস্টার শেফিল্ড শিল্ডে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন। গত মৌসুমে শেফিল্ড শিল্ডে ৫৮.৬২ গড়ে ৯৩৮ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন তিনি। বল হাতেও ২৯.৩০ গড়ে ৩০ উইকেট শিকার করেন তিনি। ওয়েবস্টার বাদে স্যার গারফিল্ড সোবার্সই একমাত্র খেলোয়াড় যিনি শেফিল্ড শিল্ডে এক মৌসুমে (১৯৬৩-৬৪) ৯০০ এর বেশি রান এবং ৩০ উইকেট শিকার করেছেন।
আরও পড়ুন: বুমরাহ না থাকলে এই সিরিজ একপেশে হতো: ম্যাকগ্রা
এই মৌসুমেও চার ম্যাচে ৫০.৫০ গড়ে ৩০৩ রান করেছেন ওয়েবস্টার, যার মধ্যে একটি সেঞ্চুরি এবং ২টি অর্ধশতক আছে। বল হাতেও ৩৭.৮৮ গড়ে ৯ উইকেট শিকার করেছেন। এছাড়া তাসমানিয়ার হয়ে ৫০ ওভারের ডিন জোন্স ট্রফিতেও এক ম্যাচে ১৭ রানে ৬ উইকেট শিকারের পাশাপাশি 'এ' দলের হয়ে ভারত 'এ' দলের বিপক্ষে অর্ধশতক এবং মেলবোর্নে দুবার ৩ উইকেট করে শিকার করেছেন।
সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ: স্যাম কনস্ট্যাস, উসমান খাজা, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, বিউ ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও স্কট বোল্যান্ড।