রোববার (২৩ নভেম্বর) রাত আটটার দিকে জনদুর্ভোগের কথা চিন্তা করে অবরোধ প্রত্যাহার করে রেললাইনে অবস্থান কর্মসূচি থেকে সরে আসেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
জানা গেছে, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে বাকৃবিতে রোববার বেলা সাড়ে ১১টায় বাকৃবির জব্বারের মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে এই অবরোধ শুরু হয়। টানা সাড়ে আট ঘণ্টার অবরোধ ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে আটকে পড়েন ৬টি ট্রেনের সহস্রাধিক যাত্রী।
আরও পড়ুন: ৬ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
এর মাঝে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, জেলা প্রশাসন ও রেলওয়ে পুলিশের প্রতিনিধিদের আলোচনা চলমান থাকে। অবশেষে রাত আটটার দিকে রেলপথ থেকে নিজেদের সরিয়ে নেন শিক্ষার্থীরা। জনদুর্ভোগের কথা চিন্তা করেই অবরোধ প্রত্যাহার করা হয়েছে বলে জানান শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আমাদের আন্দোলন বিসিএসের লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে যৌক্তিক সময় প্রদানের দাবিতে। আমরা অনেক দিন ধরে এই দাবি জানিয়ে আসছি। কিন্তু পিএসসি আমাদের দাবি গ্রাহ্য করছে না। তাই আমরা বাধ্য হয়ে রেলপথ অবরোধের কর্মসূচি পালন করি। তবে জনদুর্ভোগের কথা বিবেচনা করে আজকের মতো আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। তবে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো। দাবি আদায়ে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।
এর আগে, গতকাল ২২ নভেম্বর বিকেল ৫টায় একই দাবিতে একই স্থানে রেল অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং ময়মনসিংহের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ট্রেন আটকে পড়ে। পরে রাত ৮টার দিকে বিসিএস পরীক্ষার প্রবেশপত্র পুড়িয়ে প্রতীকী প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
]]>
৩ দিন আগে
২






Bengali (BD) ·
English (US) ·