সালাহর পর ডাইকের সঙ্গেও লিভারপুল চুক্তি বাড়ালো

৩ সপ্তাহ আগে
মোহামেদ সালাহর ক্ষেত্রে ব্যাপারটা যতটা জটিল ছিলো, ফন ডাইকের সঙ্গে ছিলো ততটাই সহজ। দুজনেরই জুনে চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছিলো। প্রথমজনের সঙ্গে লিভারপুলের বেতনসংক্রান্ত বিষয়াদি নিয়ে বনিবনা হচ্ছিলো না, সেই হেতু মিশরীয় তারকার ঠিকানা বদলের গুঞ্জন জোরেশোরেই চলে। গত শুক্রবার সেই গুঞ্জনের সমাপ্তি হয়।

গুঞ্জন ছিলো, সালাহ অর্থের ঝনঝনানি সমৃদ্ধ সৌদি প্রো লিগ কিংবা স্প্যানিশ লিগের কোনো দলে যেতে পারেন। এই গুঞ্জনের মধ্যে গত শুক্রবার (১১ এপ্রিল) মিশরীয় ফরোয়ার্ড লিভারপুলের সঙ্গে নতুন চুক্তি করেছেন। অলরেডদের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত থাকছেন তিনি।


সেন্টারব্যাক ফন ডাইকের কোথাও যাওয়ার গুঞ্জন ছিলো না। সালাহর পর এবার তার সঙ্গেও নতুন চুক্তি করেছে লিভারপুল, এর মেয়াদও ২০২৭ সালের জুন নাগাদ। অর্থাৎ আরও দুই বছর অ্যানফিল্ডের ক্লাবটিতে থাকছেন তিনি। তিনি ও সালাহ, দুজনের মেয়াদই একই সময়ে শেষ হবে।


৭৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ফন ডাইক ২০১৮ সালে সাউদাম্পটন থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন। এটা ছিলো ওই সময়ের রেকর্ড, এর আগে কোনো ক্লাব ডিফেন্ডারের পেছনে এত অর্থ খরচ করেনি।


আরও পড়ুন: ডি ব্রুইনার জন্য আগ্রহী মেসির লিগের দল!


লিভারপুলের হয়ে এই সাত বছরে ৩৩ বছর বয়সি ডাইক ৩১৪ ম্যাচে ২৭ গোলের পাশাপাশি ১৩ অ্যাসিস্ট করেছেন। এই সময়ে তিনি ২টি ইএফএল কাপ, একটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগ, একটি এফএ কাপ, একটি ক্লাব বিশ্বকাপ, একটি উয়েফা সুপার কাপ ও একটি কমিউনিটি শিল্ড জিতেছেন। ডাচ তারকা আরও একটি প্রিমিয়ার লিগ জয়ের দ্বারপ্রান্তে। তার দল ৩২ ম্যাচ শেষে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে ১৩ পয়েন্টে এগিয়ে। আর ৬ পয়েন্ট হলেই লিভারপুলের লিগ নিশ্চিত হবে।


লিভারপুলের গত এক দশকের সাফল্যে সালাহ ও ডাইকের মতো আলেক্সান্ডার আরনল্ডেরও গুরুত্বপূর্ণ অবদান। একাডেমি থেকে ২০১৬ সালে সিনিয়র দলে উঠে আসার পর থেকে তিনি এখন পর্যন্ত ৩৪৯ ম্যাচ খেলেছেন। তারও এই জুনেই চুক্তির মেয়াদ উত্তীর্ণ হচ্ছে। গুঞ্জন আছে, লিভারপুল শিগগির ২৬ বছর বয়সি এই লেফটব্যাকের সঙ্গেও চুক্তি করবে।

]]>
সম্পূর্ণ পড়ুন