সালাহ তাহলে লিভারপুলেই থাকছেন!

১ সপ্তাহে আগে
মৌসুমজুড়েই আলাপটা চলেছে- এবারই লিভারপুল ছাড়বেন মোহামেদ সালাহ। তা সেটা ফেলে দেওয়ার মতোও ছিল না, স্বয়ং সালাহই যখন বলেন, লিভারপুলে এটাই তার শেষ মৌসুম হতে যাচ্ছে, তখন আর ফেলে দেওয়া কীভাবে!

জুনে চুক্তির মেয়াদ শেষ হতে চলা সালাহ এই মৌসুমে দারুণ ফর্মেই রয়েছেন। অনেকটা সে বদৌলতেই তো অলরেডরা লিগ জয়ের কাছাকাছি। তবুও সালাহর লিভারপুল ছাড়ার সিদ্ধান্ত বেতন সংক্রান্ত বিষয়ে বনিবনা না হওয়ায়। সালাহই লিভারপুল ছাড়ার ঘোষণা দিয়েছেন বেশ কয়েকবার। গত ডিসেম্বরে স্কাই স্পোর্টসকে তিনি বলেন, ‘এখন পর্যন্ত? হ্যাঁ (এটাই শেষ মৌসুম)। শেষ ছয় মাস চলছে (চুক্তির) কিন্তু কোনো অগ্রগতি নেই (নতুন চুক্তির), আমরা কোনো ধরনের অগ্রগতি থেকে অনেক দুরে আছি, তাই আমাদের দেখা ও অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই।’


লিভারপুলে শেষ মৌসুম, শেষ মৌসুমে আরেকবার লিগ জেতার বাসনা। তিনি বলেছিলেন, ‘সবার প্রথমে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জয়কেই রেখেছি। শেষ সাত-আট বছরে আমার সাক্ষাৎকারে আমি সবসময়ই বলেছি (আমি জিতিতে চাই) চ্যাম্পিয়ন্স লিগ। এবারই প্রথমবার আমি বলছি আমি সত্যিই লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জিততে চাই।’


আরও পড়ুন: মার্টিনেজের পরীক্ষা নিতে নিতে ‘ফেল’ করালো পিএসজি


এই বক্তব্য বোধহয় সালাহ বদলেছেন। বিবিসি বাংলার খবর, সৌদির ক্লাবগুলোর আগ্রহের মুখে লিভারপুল ও সালাহর নতুন চুক্তির বিষয়ে আলাপ শুরু হয়েছে। থেকে যাওয়ার বিষয়ে সমঝোতায় পৌঁছার কাছেই তাদের অবস্থান। চুক্তি হতে পারে আরও দুই বছরের।


২০১৭ সালে যোগ দেওয়ার পর থেকেই সালাহ লিভারপুলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছেন। এই ৮ বছরে ক্লাবটির ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ (২৪৩, শুধু প্রিমিয়ার লিগেই গোল ১৮২টি) গোলদাতা বনে গেছেন তিনি। ২০১৭-১৮ মৌসুম থেকে তার গোল কখনও ২৩-এর নিচে নামেনি। এনফিল্ডের আঙিনায় গিয়ে শুরুর মৌসুমেই করেছিলেন ৪৪ গোল। আর এ মৌসুমে এখন পর্যন্ত ৪৫ ম্যাচে করেছেন ৩২ গোল ও ২২ অ্যাসিস্ট।

]]>
সম্পূর্ণ পড়ুন