সালমানের ‘সিকান্দার’ প্রচারে নিষেধাজ্ঞা, কিন্তু কেন?

৩ সপ্তাহ আগে
ঈদ মানেই ধামাকা সিনেমা মুক্তি। এবারও সেই ধারাবাহিকতায় প্রেক্ষাগ্রহে মুক্তি পাওয়ার কথা ছিল বলিউড ভাইজান সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’। তবে মুক্তির আগেই বিপাকে পড়লেন সিনেমাটি নিয়ে।

আসন্ন ঈদের আগে বাধা এলো ‘সিকান্দার’-এর প্রচারকাজে। চাইলেই এবার সিনেমার প্রচার করতে পারবেন না সালমান। অপেক্ষায় থাকা ভক্তরা প্রচারে এমন বাধার কথা শুনেই হতাশ হয়েছেন।


ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, সালমানের নিরাপত্তার কথা মাথায় রেখেই এবার প্রচার সংক্রান্ত অনুষ্ঠানে রাশ টানতে হয়েছে। কারণ, লরেন্স বিশ্নোইয়ের থেকে পাওয়া খুনের হুমকি আসার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন ছবির নির্মাতারা।

 

আরও পড়ুন: ১৪ বছর পর মুখোমুখি হচ্ছেন শাহরুখ ও প্রিয়াঙ্কা


তবে ছবির বেশিরভাগ প্রচার সামাজিক মাধ্যমেই করার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক এআর মুরুগাদোস ও প্রযোজক সাজিদ নাদিওয়ালা। ছবির ট্রেলারও শিগগিরই মুক্তি পাবে বলে জানা যাচ্ছে।


 

প্রথমে নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছিলেন, ছবির ট্রেলার ৩০ হাজার ভক্তের সামনে প্রকাশ্যে আনা হবে। কিন্তু নিরাপত্তার কথা মাথায় রেখেই সেই অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।

 

আরও পড়ুন: সন্ধ্যায় আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে দ্যুতি ছড়াবেন শাহরুখ ও সালমান


‘সিকান্দার’ মুক্তি পাচ্ছে আগামী ৩০ মার্চ। ছবির ঝলক ও গান ইতোমধ্যেই সাড়া ফেলেছে। কিন্তু জীবনের নিরাপত্তার কথা ভেবে প্রচারে মাঠে নামছেন না সালমান খান।

]]>
সম্পূর্ণ পড়ুন