সার্কের প্রতিষ্ঠান সারসোতে কাজের সুযোগ, বেতন হবে ডলারে

৩ সপ্তাহ আগে
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) প্রতিষ্ঠান সাউথ এশিয়ান রিজিওনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন (সারসো) কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি পাঁচ ক্যাটাগরির পদে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

১. পদের নাম: সিনিয়র ফিন্যান্স অফিসার, জিএসএস–১
পদসংখ্যা: ১
যোগ্যতা: এমকম/এমবিএ ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সফটওয়্যারে বাজেটারি কন্ট্রোল, ফান্ড রিলিজ, ট্যালি সফটওয়্যার, ডেস্ক মনিটরিং অ্যান্ড অডিটের কাজ জানতে হবে। বিদেশি/দাতা সংস্থা বা সরকারি প্রতিষ্ঠানে ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: ঢাকা
বেতন স্কেল: ২৬৫ থেকে ৩৪০ মার্কিন ডলার (প্রায় ৩১ হাজার ৬৫৮ থেকে ৪০ হাজার ৬১৭ টাকা)।

সুযোগ-সুবিধা: মূল বেতনের ৫০ শতাংশ বাসাভাড়া, যাতায়াত ভাতা মাসে ৫০ ডলার, স্বাস্থ্য ভাতা মাসে ৫০ ডলার, সন্তানের শিক্ষা ভাতা, বছরে একটি মূল বেতনের সমপরিমাণ উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা আছে।

 

২. পদের নাম: এমআইএস অফিসার কাম পিএস টু ডিজি, জিএসএস-১
পদসংখ্যা: ১
যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে এমএস/এমএসসি ডিগ্রি থাকতে হবে। সিস্টেম ডিজাইন, প্রোগ্রামিং, ইনস্টলেশন, অপারেশন, মেইনটেন্যান্স অব ডাটাবেজ সিস্টেম, ল্যান, ওয়ান ও ওয়েবসাইট ম্যানেজমেন্টে অন্তত আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাপাচে সার্ভার, পিএইচপি, এএসপি ডট নেট, মাইএসকিউএল, সিএসএস/এইচটিএমএল ইত্যাদি বিষয়ে বিস্তর জানাশোনা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। যোগাযোগে দক্ষ হতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: ঢাকা
বেতন স্কেল: ২৬৫ থেকে ৩৪০ মার্কিন ডলার (প্রায় ৩১ হাজার ৬৫৮ থেকে ৪০ হাজার ৬১৭ টাকা)।
সুযোগ-সুবিধা: মূল বেতনের ৫০ শতাংশ বাসাভাড়া, যাতায়াত ভাতা মাসে ৫০ ডলার, স্বাস্থ্য ভাতা মাসে ৫০ ডলার, সন্তান শিক্ষা ভাতা, বছরে একটি মূল বেতনের সমপরিমাণ উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা আছে।

 

আরও পড়ুন: নানা সুবিধা দিয়ে চাকরি দিচ্ছে মিনিস্টার, নেবে ১০০ জন

 

৩. পদের নাম: অফিস অ্যাসিস্ট্যান্ট, জিএসএস-২
পদসংখ্যা: ২
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ে দ্রুত গতির হতে হবে। এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, অ্যাকসেস ও এক্সেলের কাজ জানতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: ঢাকা
বেতন স্কেল: ২০৩ থেকে ২৬৮ মার্কিন ডলার (প্রায় ২৪ হাজার ২৫১ থেকে ৩২ হাজার ১৬ টাকা)।
সুযোগ-সুবিধা: মূল বেতনের ৫০ শতাংশ বাসাভাড়া, যাতায়াত ভাতা মাসে ৪০ ডলার, স্বাস্থ্য ভাতা মাসে ৪০ ডলার, সন্তান শিক্ষা ভাতা, বছরে একটি মূল বেতনের সমপরিমাণ উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা আছে।

 

৪. পদের নাম: রিসিপশনিস্ট, জিএসএস-২
পদসংখ্যা: ১
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ে দ্রুত গতির হতে হবে। এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, অ্যাকসেস ও এক্সেলের কাজ জানতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: ঢাকা
বেতন স্কেল: ২০৩ থেকে ২৬৮ মার্কিন ডলার (প্রায় ২৪ হাজার ২৫১ থেকে ৩২ হাজার ১৬ টাকা)।
সুযোগ-সুবিধা: মূল বেতনের ৫০ শতাংশ বাসাভাড়া, যাতায়াত ভাতা মাসে ৪০ ডলার, স্বাস্থ্য ভাতা মাসে ৪০ ডলার, সন্তানের শিক্ষা ভাতা, বছরে একটি মূল বেতনের সমপরিমাণ উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা আছে।

 

৫. পদের নাম: পিয়ন/এমএলএসএস, জিএসএস-৬
পদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: ঢাকা
বেতন স্কেল: ১৩০ থেকে ১৬০ মার্কিন ডলার (প্রায় ১৫ হাজার ৫৩০ থেকে ১৯ হাজার ১১৪ টাকা)।
সুযোগ-সুবিধা: মূল বেতনের ৫০ শতাংশ বাসাভাড়া, যাতায়াত ভাতা মাসে ৪০ ডলার, স্বাস্থ্য ভাতা মাসে ৪০ ডলার, সন্তান শিক্ষা ভাতা, বছরে একটি মূল বেতনের সমপরিমাণ উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা আছে।

 

আবেদন যেভাবে করতে হবে-

 

আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের ফটোকপি এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত [email protected] ঠিকানায় ই–মেইল করে দিতে হবে। সব কাগজপত্র প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হবে হবে।

 

আবেদনের শেষ সময়: ১০ জানুয়ারি, ২০২৫।

]]>
সম্পূর্ণ পড়ুন