বুধবার (১৪ মে) দুপুরে শহরের সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে কলেজ ছাত্রদলের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।
সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক বোরহান উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে সদস্য সচিব রাকিবুল হাসান রাকিব, ছাত্রদল নেতা হৃদয়, রাকেশ, জিহাদ, রুবেল, জাকিরুলসহ সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
আরও পড়ুন: সাম্য হত্যায় ভিন্ন রাজনৈতিক স্বার্থ আছে কি না তদন্তের দাবি
বক্তারা বলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য দূর্বৃত্তের ছুরির আঘাতে নিহত হয়েছেন। এ ঘটনাটি খুবই ন্যক্কারজনক। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন তারা।