সাম্য হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জমিয়তে উলামায়ে ইসলামের

৩ দিন আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। বুধবার (১৪ মে) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনটির সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসির পাশে ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে একজন ছাত্রকে হত্যা করা খুবই দুঃখজনক ও বেদনাদায়ক। অন্তর্বর্তীকালীন সরকারকে আইন-শৃঙ্খলার প্রতি বিশেষ নজর দিতে হবে। এখন‌ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বাংলাদেশ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরেও আইন-শৃঙ্খলা পরিস্থিতির তেমন উন্নতি দেখা যাচ্ছে না। এতে সাধারণ জনগণ খুবই হতাশাগ্রস্ত।


বিবৃতিতে আরও বলা হয়, আমরা বিশ্বাস করি বাংলাদেশ সেনাবাহিনী শান্তি মিশনে বিশ্বের বিভিন্ন দেশে সগৌরবে দায়িত্ব পালন করে দেশের নাম বিশ্বের দরবারে উজ্জ্বল করেছে। দেশের ভেতরেও তাদের সেই ভূমিকা প্রত্যাশা করে জনগণ।

 

আরও পড়ুন: ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনা তদন্তে কমিটি


ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানকে কিছু প্রগতিশীল নামধারীরা মাদকের আখড়া বানিয়ে ফেলেছে দাবি করে তারা আরও বলেন, এর ফলশ্রুতিতে ঢবি এলাকায় অহরহ ছিনতাই ও খুনের মত ভয়াবহ অপরাধ সংঘটিত হচ্ছে।


এই অবস্থায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ প্রশাসনের ছাত্র -শিক্ষক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের জন্য আরো সতর্ক অবস্থান গ্রহণের আহ্বান জানান তারা।

]]>
সম্পূর্ণ পড়ুন