শনিবার এক বিবৃতিতে ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘বিশ্বে এই প্রথম কোনো যুদ্ধবিমান সামুদ্রিক ড্রোনের আঘাতে ধ্বংস হল। আঘাতের পর এটি বাতাসে আগুন ধরে যায় এবং অবশেষে সমুদ্রে পড়ে যায়।’
আরও পড়ুন:ইউক্রেনে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের
এদিকে, ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার মতে, তাদের একটি ইউনিট শুক্রবার রাশিয়ার গুরুত্বপূর্ণ বন্দর শহর নভোরোসিয়স্কের কাছে একটি ইউক্রেনীয় মাগুরা ড্রোন দিয়ে যুদ্ধবিমানটি ধ্বংস করে।
তবে, সংবাদমাধ্যম সিএনএন স্বাধীনভাবে ইউক্রেনের দাবি যাচাই করতে পারেনি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি। যদিও একজন রাশিয়ান সামরিক ব্লগার এই দাবির সমর্থন করেছেন।
মন্ত্রণালয়ের কাছাকাছি থাকা একজন কর্তৃত্বপূর্ণ রাশিয়ান ব্লগার বলেছেন যে জেটটি গুলি করে ভূপাতিত করা হয়েছে।
গত বছরের ডিসেম্বরে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা দাবি করেছিল, তারা ইউক্রেনের সামরিক বাহিনী এবং প্রকৌশলীদের তৈরি সমুদ্রগামী মাগুরা ভি৫ ক্ষেপণাস্ত্র ড্রোন ব্যবহার করে ‘বিশ্বে প্রথমবারের মতো’ দুটি রাশিয়ান হেলিকপ্টার ধ্বংস করেছে।
এদিকে, স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে ইউক্রেনীয় ড্রোন হামলায় একটি শস্য টার্মিনাল এবং বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পাঁচজন আহত হয়েছেন।
আরও পড়ুন:কুরস্ক পুনর্দখলের দাবি রাশিয়ার, ইউক্রেনের প্রত্যাখ্যান
এরপর শনিবার নভোরোসিস্কের মেয়র জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
সূত্র: সিএনএন, দ্য গার্ডিয়ান
]]>