সোমবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সাভার উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিয়াকত আলী।
এর আগে দুপুরে গণিত পরীক্ষার সময় সাভার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, অ্যান্ড্রোয়েড মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করায় চুক্তিভিত্তিক শিক্ষক এনাম আহম্মেদ (সাভার উচ্চ বালিকা বিদ্যালয়) ও তমাল হোসেন (আনিছ মোমোরিয়াল স্কুল)–কে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়।
আরও পড়ুন: বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অনশনে এসএসসি পরীক্ষার্থী
এছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে আরও পাঁচজন শিক্ষককে বহিষ্কার করা হয়। তারা হলেন–
- মো. আল মাহমুদ (বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয়)
- কামরুন্নাহার রুমি (গোপালবাড়ী নবীন প্রগতি স্কুল অ্যান্ড কলেজ)
- মো. ইমরান হোসেন (বাড্ডা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ)
- নুপুর মল্লিক ও রাশিদা বেগম (ভাকুর্তা ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ)
একইসাথে এক অফিস আদেশে কেন্দ্র সচিব এসএম রফিকুজ্জামানকে অব্যাহতি দিয়ে তার স্থলে সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ারা আক্তারকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
শিক্ষা কর্মকর্তা লিয়াকত আলী বলেন, ‘পরীক্ষা চলাকালে মোবাইল নিয়ে প্রবেশ এবং দায়িত্বে গাফিলতির ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। এ ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।’
]]>