সাভারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

২ সপ্তাহ আগে
সাভারের আশুলিয়ায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) ভোরে আশুলিয়ার সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে।

বাসটির চালক সাত্তার জানান রাতে হাসপাতালে সামনের সড়কে বাস রেখে  ভিতরেই ঘুমিয়ে পড়েন তিনি। ভোররাতে হঠাৎ আগুনের তাপে ঘুম ভাঙে তার। পরে বাস থেকে কোনো রকমে লাফিয়ে প্রাণ বাঁচান সাত্তার। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়।


আরও পড়ুন: গাজীপুরে এক রাতে ৩ বাসে দুর্বৃত্তের আগুন


খবর পেয়ে সকালে ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন একমাত্র বাসটির মালিক মো. সোহেল। এ ঘটনায় কাউকেই এখনো ধরতে পারেনি পুলিশ।


এ বিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মাত্র ১০ মিনিটের মাথায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।
 

]]>
সম্পূর্ণ পড়ুন