সাব্বিরের ব্যর্থতায় হারল বাংলা টাইগার্স

৩ সপ্তাহ আগে
লঙ্কা টি-টেনের উদ্বোধনী ম্যাচে সাব্বির রহমানের দল হেরে গেছে। পাল্লেকেলেতে বাংলা টাইগার্স হাম্বানটোটাকে ৮ উইকেটে হারিয়েছে জাফনা টাইটান্স। সরাসরি চুক্তিতে বাংলা টাইগার্সে যোগ দেয়া সাব্বির প্রথম ম্যাচে সুযোগ পেয়েই হতাশ করেছেন। তবে অধিনায়ক দাসুন শানাকার বিধ্বংসী অর্ধশতকে বড় পুঁজিই পেয়েছিল বাংলা টাইগার্স। কিন্তু টম কোহলার ক্যাডমোর ও টম অ্যাবেল দুর্দান্ত ব্যাটিংয়ে জাফনাকে জয় এনে দিয়েছেন।

বুধবার (১১ ডিসেম্বর) লঙ্কা টি-টেনের উদ্বোধনী ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলা টাইগার্স ৮ উইকেটে ১০৬ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ৮ ওভার ১ বলে ২ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় জাফনা।


এদিন বাংলা টাইগার্সের হয়ে অধিনায়ক দাসুন শানাকা ও মোহাম্মদ শেহজাদ ঝড় তুলেছিলেন। তৃতীয় ও চতুর্থ ওভারে তারা ২০ ও ২১ রান তোলেন। ইনিংসের ষষ্ঠ ওভারে অর্ধশতক পূর্ণ করেন শানাকা। ১৭ বলে পাঁচটি ছক্কা ও চারটি চারে ৫১ রান করেন তিনি। শেহজাদ ১৫ বলে ২২ রান করেন।


আরও পড়ুন: উদ্বোধনী দিনে মাঠে নেমেই ব্যর্থ সাব্বির


শানাকার বিদায়ের পর ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি সাব্বির রহমান। ৪ বলে ৩ রান করেই ট্রেভিন ম্যাথিউয়ের বলে বোল্ড হন তিনি।  শানাকার বিদায়ের পর আর কেউই মাথা তুলে দাঁড়াতে পারেনি। মাত্র ৯ রান তুলতেই ৬ উইকেট হারায় বাংলা টাইগার্স।


জবাবে ব্যাট করতে নামা জাফনা শুরুতেই হারায় নুয়ানিন্দু ফার্নান্দোকে। তৃতীয় ওভারে বিদায় নেন একটি করে চার ও ছয় মারা চরিথ আশালাঙ্কাও।


তবে ঝড় তোলেন কোহলার ক্যাডমোর। তার দেখাদেখি যোগ দেন অ্যাবেলও। চার ছক্কায় কচুকাটা করতে থাকেন বাংলা টাইগারদের। তাদের ঝড়ো ব্যাটিংয়ের সামনে অসহায় হয়ে পড়ে প্রতিপক্ষ।


অষ্টম ওভারেই অর্ধশতক পূর্ণ করেন কোহলার ক্যাডমোর। ২১ বলে ছয়টি চার ও চার ছক্কায় ৫৭ রান করে অপরাজিত থাকেন তিনি। সঙ্গী অ্যাবেল ১৯ বলে পাঁচটি চারে ৩৩ রান করেন।  দুজনই তৃতীয় উইকেটে ৩৪ বলে অবিচ্ছিন্ন ৭৫ রানের জুটি গড়ে জাফনাকে জয় এনে দেন। 

]]>
সম্পূর্ণ পড়ুন