পার্থ ও সিডনির ম্যাচে একটি ক্যাচ নিতে দৌড়াতে থাকেন সিডনির দুই ক্রিকেটার ড্যানিয়েল সামস এবং ক্যামেরুন ব্যানক্রফট। ক্যাচটি কেউ নিতে পারেননি এবং দুইজনের সংঘর্ষ হয়। তাতে মাঠেই পড়ে থাকেন দুইজন। ক্যাচ নিতে গিয়ে ধাক্কা লাগায় দুজনই মাথায় আঘাত পান। পরবর্তী সময়ে কনকাশন বদলি করা হয় তাদের। স্যামের ইনজুরি গুরুতর না হলেও অন্তত ১২ দিনের মতো তাকে মাঠের বাইরে রাখা হতে পারে।
তবে ব্যানক্রফটের মৌসুমের বাকিটা খেলা হবে না। এমনকি তার চলতি অস্ট্রেলিয়ার ঘরোয়া মৌসুমও শেষ মনে করা হচ্ছে।
আরও পড়ুন: ১০ বছর পর বর্ডার-গাভাস্কার ট্রফি অস্ট্রেলিয়ার, মিলল লর্ডসের টিকিটও
তাদের ইনজুরি প্রসঙ্গে সিডনি থান্ডার্সের ব্যবস্থাপক বলেন, ‘তারা দুজনই মানসিকভাবে খুব শক্ত খেলোয়াড়। ব্যানক্রফটকে নিয়ে যে কাউকে প্রশ্ন করুণ, ম্যাচটা সে দারুণভাবে খেলছিল। ব্যানক্রফট গত ম্যাচ শেষ অবধি প্রতিটি বল দেখেছে।’
এমন ঘটনার পরও সেই ম্যাচ পার্থ স্কোর্চার্সকে হারিয়েছে সিডনি থান্ডার্স। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৭৭ রানের পুঁজি পায় পার্থ। জবাবে শেষ বলে জয় তুলে নেয় সিডনি। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে সিডনি থান্ডার্স। এক ম্যাচ বেশি খেলে ৬ পয়েন্ট নিয়ে তিনে পার্থ স্কোর্চার্স।