সতীর্থের সঙ্গে সংঘর্ষে নাক-কাঁধ ভাঙলো অস্ট্রেলিয়ান ক্রিকেটারের

২ দিন আগে
চলতি বিগ ব্যাশে বেশকিছু দুর্দান্ত ক্যাচ দেখা গিয়েছে। তবে শুক্রবার (৩ জানুয়ারি) বিগ ব্যাশে পার্থ ও সিডনির ম্যাচে ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। একটি ক্যাচ নিতে গিয়ে সিডনির দুই ক্রিকেটারের সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে এক ক্রিকেটারের নাকের হাড় ও কাঁধের হাঁড় ভেঙে গেছে।

পার্থ ও সিডনির ম্যাচে একটি ক্যাচ নিতে দৌড়াতে থাকেন সিডনির দুই ক্রিকেটার ড্যানিয়েল সামস এবং ক্যামেরুন ব্যানক্রফট। ক্যাচটি কেউ নিতে পারেননি এবং দুইজনের সংঘর্ষ হয়। তাতে মাঠেই পড়ে থাকেন দুইজন। ক্যাচ নিতে গিয়ে ধাক্কা লাগায় দুজনই মাথায় আঘাত পান। পরবর্তী সময়ে কনকাশন বদলি করা হয় তাদের। স্যামের ইনজুরি গুরুতর না হলেও অন্তত ১২ দিনের মতো তাকে মাঠের বাইরে রাখা হতে পারে।


তবে ব্যানক্রফটের মৌসুমের বাকিটা খেলা হবে না। এমনকি তার চলতি অস্ট্রেলিয়ার ঘরোয়া মৌসুমও শেষ মনে করা হচ্ছে।


আরও পড়ুন: ১০ বছর পর বর্ডার-গাভাস্কার ট্রফি অস্ট্রেলিয়ার, মিলল লর্ডসের টিকিটও 


তাদের ইনজুরি প্রসঙ্গে সিডনি থান্ডার্সের ব্যবস্থাপক বলেন, ‘তারা দুজনই মানসিকভাবে খুব শক্ত খেলোয়াড়। ব্যানক্রফটকে নিয়ে যে কাউকে প্রশ্ন করুণ, ম্যাচটা সে দারুণভাবে খেলছিল। ব্যানক্রফট গত ম্যাচ শেষ অবধি প্রতিটি বল দেখেছে।’


এমন ঘটনার পরও সেই ম্যাচ পার্থ স্কোর্চার্সকে হারিয়েছে সিডনি থান্ডার্স। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৭৭ রানের পুঁজি পায় পার্থ। জবাবে শেষ বলে জয় তুলে নেয় সিডনি। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে সিডনি থান্ডার্স। এক ম্যাচ বেশি খেলে ৬ পয়েন্ট নিয়ে তিনে পার্থ স্কোর্চার্স।

]]>
সম্পূর্ণ পড়ুন