আগের তিন বারের মুখোমুখি লড়াইয়ে সাবালেঙ্কার বিপক্ষে কোনও জয় নেই, র্যাঙ্কিংয়েও বিস্তর ফারাক। তাই অনেকটা এগিয়ে থেকেই ফাইনালের মঞ্চে খেলতে নামেন সাবালেঙ্কা। তবে মাঠের লড়াইয়ে সবকিছু যেনো উল্টে গেলো।
আরও পড়ুন: অসচ্ছল ও সামর্থহীন ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা বিতরণ উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা
সোমবার (২১ এপ্রিল) স্টুটগার্ট ওপেনের ফাইনালে ৬-৪, ৬-১ গেমে জিতে যান লাটভিয়ার ওস্তাপেঙ্কা। ম্যাচের প্রথম গেমেই প্রতিপক্ষের সার্ভিসে পয়েন্ট তুলে নেন তিনি।
এরপর সাবালাঙ্কাকে আর কোনও সুযোগই দেননি ওস্তাপেঙ্কা। প্রথম সেটের মতো দ্বিতীয় সেটেও পয়েন্ট হারান তিনি, এরপর আর ঘুরে দাঁড়াতে পারেননি।
টানা পাঁচ গেম জিতে ট্রফি নিশ্চিত করেন ২৭ বছর বয়সী ওস্তাপেঙ্কো। ফাইনালে ওঠার পথে কোয়ার্টার-ফাইনালে তিনি হারিয়েছিলেন র্যাঙ্কিংয়ের দুই নম্বর ইগা শিয়াওতেককে
আরও পড়ুন: শেষ মুহূর্তের গোলে ইন্দোনেশিয়াকে হারিয়ে শীর্ষে বাংলাদেশ
ক্যারিয়ারে এই নিয়ে ৯টি ডাব্লিউটিএ শিরোপা জিতলেন ওস্তাপেঙ্কো, ২০১৭ সালে ফরাসি ওপেন জয়ের পর প্রথম।
এ নিয়ে চারবার স্টুটগার্ট ওপেনের ফাইনালে ওঠে প্রতিবারই হারলেন সাবালেঙ্কা। ২০২১ সালে অ্যাশলি বার্টির কাছে হেরেছিলেন তিনি। পরের দুই বছর তিনি হেরেছেন শিয়াওতেকের বিপক্ষে।
]]>