সাবমেরিন ক্যাবল ত্রুটিতে বিদ্যুৎহীন মেহেন্দিগঞ্জ উপজেলা

২ সপ্তাহ আগে
সাবমেরিন ক্যাবলে ত্রুটির কারণে বরিশালের নদীবেষ্টিত মেহেন্দিগঞ্জ উপজেলা গত চারদিন ধরে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। এতে উপজেলার সর্বস্তরের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। মোবাইল চার্জ দেওয়া থেকে শুরু করে জরুরি সেবা চালাতে এখন ভরসা শুধু জেনারেটর।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে মেহেন্দিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মদ মফিজুল ইসলাম জানান, মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীর তলদেশে থাকা সাবমেরিন ক্যাবল কেটে গেছে। ধারণা করা হচ্ছে, কোনো জাহাজ নদীতে নোঙর ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে।
 

তিনি আরও বলেন, সাবমেরিন ক্যাবল ক্ষতিগ্রস্ত হওয়ায় পাওয়ার হাউজ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ফলে মেহেন্দিগঞ্জের ১৬টি ইউনিয়নের মধ্যে ১০টিতেই ২৬ আগস্ট থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ডুবুরি নামিয়ে ইতোমধ্যে ত্রুটিস্থল শনাক্ত করা হয়েছে।
 

আরও পড়ুন: ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা

ডিজিএম মফিজুল ইসলাম বলেন,শুক্রবার সকাল থেকে ভাসমান ক্রেন দিয়ে ক্যাবলের ক্ষতিগ্রস্ত অংশ তোলার কাজ শুরু হয়েছে। মেরামত সফল হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। তবে যদি মেরামত সম্ভব না হয়, নতুন তার প্রতিস্থাপন করতে হবে। এতে আরও ৩ থেকে ৪ দিন সময় লাগতে পারে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৪ সালে মুলাদী হয়ে গজারিয়া নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে মেহেন্দিগঞ্জে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। বর্তমানে ক্যাবল ত্রুটির কারণে সন্ধ্যা নামলেই উপজেলার হাট-বাজার অন্ধকারে ডুবে যাচ্ছে। মানুষ জেনারেটরের মাধ্যমে সীমিত কাজ চালালেও হাসপাতাল ও জরুরি সেবায় ভোগান্তি চরমে পৌঁছেছে।
 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীরা বিশেষভাবে বিপাকে পড়েছেন, কারণ বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা না থাকায় রাতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

আরও পড়ুন: অপচিকিৎসায় ইউপি সদস্যের মৃত্যুর অভিযোগ, কারাগারে চিকিৎসক


এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিয়াজুর রহমান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা আশ্বাস দিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন