সান সিরোয় ঘুরে দাঁড়াতে প্রস্তুত বায়ার্ন, ছাড় দেবে না ইন্টার

২ দিন আগে
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আজ (১৬ এপ্রিল) রাতে বায়ার্ন মিউনিখকে আতিথ্য দেবে ইন্টার মিলান। গত সপ্তাহে প্রথম লেগে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতালিয়ান ক্লাবটির বিপক্ষে ২-১ গোলে হেরে যায় জার্মান জায়ান্টরা। তবে সান সিরোয় আজ ‘বিশেষ রাত’ উপহার দিতে প্রস্তুত বায়ার্ন মিউনিখ। অন্যদিকে ছেড়ে কথা বলবে না স্বাগতিকরাও।

গত সপ্তাহে ঘরের মাঠে দাপুটে ফুটবলই খেলেছিল বায়ার্ন। আক্রমণের ঝড় তুলে প্রতিপক্ষকে চাপে রেখেছিলো তারা। কিন্তু সুযোগ বুঝে গোল আদায় করে নেয় ইন্টার। লাউতারো মার্টিনেজের গোলে প্রথমার্ধে এগিয়ে যায় ইতালিয়ান ক্লাবটি। 

 

ম্যাচের ৮৫তম মিনিটে অভিজ্ঞ টমাস মুলারের গোলে সমতায় ফেরে বায়ার্ন। কিন্তু সেই স্বস্তি নিয়ে ম্যাচ শেষ করতে পারেনি মুলাররা। নির্ধারিত সময় শেষের দুই মিনিট আগে গোল করে ইন্টার মিলানকে জয়ের আনন্দে ভাসান বদলি নামা মিডফিল্ডার দাভিদে ফ্রাত্তেসি। 

 

আজ রাতে ফিরতি লেগের লড়াইয়ে মাঠে নামবে দুই দল। তবে মাঠে নামার আগের দিন বিশেষ রাতের অপেক্ষায় থাকার কথা বলেছেন বায়ার্ন কোচ কোম্পানি। 

 

‘মাঝেমধ্যে বিশেষ রাত আসে, যে রাতগুলো লড়াইয়ের ভাগ্য গড়ে দেয়। সবশেষ ম্যাচে আমরা সুযোগ পেয়েছিলাম। আশা করি, আগামীকাল (বুধবার রাতে) আবারও আমরা সুযোগ পাবো, হয়তো ততটা নয়।’ 

 

আরও পড়ুন: কঠিন সমীকরণের সামনে রিয়াল, ভয় পাচ্ছে না আর্সেনাল

 

তবে মাঠে নামার আগে ইনজুরি চিন্তা বাসা বেঁধেছে বায়ার্ন শিবিরে। অ্যাটাকিং মিডফিল্ডার জামাল মুসিয়ালা, ডিফেন্ডার আলফুঁস ডেভিস, দায়ত উপামেকানো, হিরোকি ইতো এবং গোলরক্ষক মানুয়েল নয়ার আছেন মাঠের বাইরে। কিন্ত দলে থাকা ফুটবলারদের ওপর অবশ্য আস্থার কমতি নেই কোম্পানির। 

 

‘আমরা মূল খেলোয়াড়দের অভাব বোধ করছি এবং এই বিপর্যয় সত্ত্বেও আমরা শতভাগ নিশ্চিত যে, (গোলরক্ষক) ইয়োনাস উরবিগ এবং অন্যান্য খেলোয়াড়দের নিয়ে এটি (ম্যাচ জিততে) করতে পারি। তারা দেখিয়েছে, তারা লড়াই করতে পারে এবং আমার মতে এমন পারফরম্যান্স উপহার দিতে পারে, যা আমাদের ফলাফল এনে দিতে পারে।’ 

 

বায়ার্ন মিউনিখের কোচ কোম্পানি আরও বলেন, ‘দিন শেষে আমাদের জিততেই হবে। সবসময় ম্যাচ জিততে হবে। প্রথম লেগের ফল যাই হোক না কেন। আশা করছি, আগামীকাল (আজ রাতে) একটি বিশেষ রাতের অভিজ্ঞতা হবে আমাদের।’

 

অন্যদিকে আগের ম্যাচের ফলাফল ভুলে গেলেও বায়ার্নের মাঠের পারফরম্যান্সের পুনরাবৃত্তি সান সিরোয় দেখতে চান ইন্টারের কোচ সিমোনে ইনজাগি। তিনি বলেন, ‘প্রতিপক্ষের মান সম্পর্কে আমরা খুব ভালোভাবেই জানি। আমাদের সঠিক মনোভাব নিয়ে দুর্দান্ত একটি ম্যাচ খেলতে হবে।’ 

 

আরও পড়ুন: ডর্টমুন্ডের কাছে হেরেও খুশি বার্সেলোনার কোচ

 

বায়ার্নের মাঠে ওই জয় ইনজাগির কাছে দারুণ এক প্রাপ্তি। তবে এটাই শেষ নয়, সেটিও মনে করিয়ে দিলেন তিনি। ‘মিউনিখে জেতা কঠিন, আপনাকে অবশ্যই ভালো হতে হবে। (ওই জয়ে) আমরা খুশি, তবে এটাও জানি যে, দুর্ভাগ্যবশত ম্যাচটি ফাইনাল ছিল না।’ 

 

বায়ার্নকে সমীহ করার পাশাপাশি দলটির কোচ ভিনসেন্ট কোম্পানির প্রশংসাও করেছেন ইনজাগি। ‘২৪ ঘন্টার একটু বেশি সময় পরে আমাদের আরেকটি পরীক্ষা রয়েছে, আমার মনে হয় রিয়াল মাদ্রিদের মতো তারাও বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল, তারা প্রতিভায় পরিপূর্ণ একটি দল, যাদের কোচকে খেলোয়াড় হিসেবে অনেক সম্মান করতাম।’ 

 

‘সে খুবই বুদ্ধিমান খেলোয়াড় ছিল এবং কোচ হিসেবেও সেটা প্রমাণ করছে। আমাদের অবশ্যই মিউনিখের পারফরম্যান্সের পুনরাবৃত্তি করার চেষ্টা করতে হবে, যতটা সম্ভব বল ধরে রাখার জন্য টেকনিক্যালি খুব ভালো খেলতে হবে। এটা কঠিন হবে কারণ তারা প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করে।’

]]>
সম্পূর্ণ পড়ুন