সাতক্ষীরায় ফাঁদে আটকেপড়া জীবিত হরিণ উদ্ধার

৩ সপ্তাহ আগে
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে শিকারী চক্রের পাতা ফাঁদে আটকেপড়া অবস্থায় জীবিত হরিণ উদ্ধার করেছে বনকর্মীরা।


শনিবার (২২ মার্চ) নিয়মিত টহলের সময় সুন্দরবনের ক্যানমারী খালের পাশে বন থেকে ফাঁদে আটকে থাকা হরিণটি উদ্ধার করা হয়। এসময় উক্ত খালে ডিঙি নৌকা ও হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়েছে।
 

সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তাদের কাঠেশ্বর টহল ফাঁড়ির সদস্যরা নিয়মিত টহলে ছিল। একপর্যায়ে তারা ক্যানমারী খালের মধ্যে একটি নৌকা দেখতে পেয়ে সে এলাকায় তল্লাশি শুরু করে।
 
আরও পড়ুন:  সুন্দরবনে ২০৫ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

তবে শিকারী চক্রের সদস্যদের খোঁজ না মিললেও তাদের পেতে রাখা ফাঁদে আটকে পড়া বড় আকৃতির মেয়ে হরিণ উদ্ধার করা হয়। পরে বুড়িগোয়ালীনি স্টেশন এলাকায় নিয়ে হরিণটিকে অবমুক্ত করা হয়েছে। এসময় বেশকিছু ফাঁদ জব্দ করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন