‘খাদ্য ও পুষ্টি, সবার জন্য একটি সুস্থ ভবিষ্যৎ গড়া’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিনব্যাপী কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে এ ক্যাম্পেইন ও র্যালি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকার ও ইফাদ (ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালাচারাল ডেভেলপমেন্ট) এর যৌথ অর্থায়নে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন ও কৃষি সম্প্রসারণ অধিদফতর এই অনুষ্ঠানের আয়োজন করে।
বিশ্ব খাদ্য দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, ইফাদ এর কান্ট্রিডিরেক্টর ড. ভ্যালেন্টাইন আচানচো। অনুষ্ঠানটির উদ্বোধন করেন, সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম। এরপর স্বাগত বক্তব্য দেন ড. আশেক মাহফুজ, পোর্টফোলিও লিড, গেইন।
অনুষ্ঠানে একটি কুইজ কার্যক্রমেরও আয়োজন করা হয়, যেখানে নারী ও যুবকরা নিজেদের জ্ঞান যাচাই এবং নতুন তথ্য শেখার সুযোগ পান।
আরও পড়ুন: নিত্যপণ্যের দামে অতি দরিদ্ররা নাকাল, ‘প্রভাব পড়ছে খাবার গ্রহণেও’
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণীয় পর্ব ছিল পুষ্টিকর রান্না প্রতিযোগিতা, যেখানে স্থানীয় নারী কৃষকরা পুষ্টিকর খাবার তৈরিতে নিজেদের দক্ষতা ও সৃজনশীলতা প্রদর্শন করেন। একই সঙ্গে স্থানীয় কৃষকদের একটি দল পুষ্টি-ভিত্তিক একটি নাটক মঞ্চস্থ করেন।
নাটকটিতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শিশু পুষ্টি, কিশোর-কিশোরী পুষ্টি, মাতৃপুষ্টি, প্রবীণদের পুষ্টি এবং কৃষকদের সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব নিয়ে বার্তা তুলে ধরা হয়। নাটকটির মূল উদ্দেশ্য ছিল সচেতনতা বৃদ্ধি ও আচরণগত পরিবর্তনকে অনুপ্রাণিত করা।
আরও পড়ুন: খাবারে বরাদ্দ কমছে না, রোহিঙ্গাশিবিরে আনন্দ
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: ড. এমদাদুল হক, প্রকল্প পরিচালক; সৈয়দ আবু সিয়াম জুলকারনাইন, উপপ্রকল্প পরিচালক, জাহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কলারোয়া উপজেলা; বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা প্রতিষ্ঠানের (বারটান) প্রতিনিধি; জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) কর্মকর্তা এবং গেইনের প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলার ১২টি ইউনিয়নের ৩০০ জন অংশগ্রহণ করেন।

৪ সপ্তাহ আগে
৭







Bengali (BD) ·
English (US) ·