মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে শহরের সঙ্গীতা মোড় এলাকায় যমুনা লাইন পরিবহনে অভিযান চালিয়ে কেমিক্যাল মেশানো আম জব্দ করা হয়। এসময় পরিবহন কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ডিবি সূত্র জানায়, কালিগঞ্জ উপজেলার নলতা কাউন্টার থেকে ঢাকা যাত্রাবাড়ীর উদ্দেশ্যে কেমিক্যাল মেশানো এই আম বুকিং করা হয়েছিল। গোপন তথ্যের ভিত্তিতে শ্যামনগর থেকে ছেড়ে আসা যমুনা পরিবহনের বাসে অভিযান চালানো হয় এবং পাঁচ মন আম জব্দ করা হয়।
আরও পড়ুন: ভারতে পাচারকালে ২৩ লাখ টাকার হীরার নাকফুল জব্দ
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিবহন প্রতিষ্ঠান যমুনা লাইনের সাতক্ষীরা কাউন্টারের ম্যানেজার আশিকুর রহমান শিমুলকে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় কুমার সরকার।
তিনি জানান, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ঘটনাস্থলেই জব্দ করা কেমিক্যাল মেশানো আম ধ্বংস করা হয়েছে।
]]>