সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম সমর্থন গোষ্ঠী সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালতলা এলাকায় সড়কে আগুন জালিয়ে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
অন্যদিকে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ ও আশাশুনি) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কাজী আলাউদ্দীনকে মনোনয়ন দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে অপর মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কমিটির সদস্য ও ড্যাব উপদেষ্টা ডা. শহিদুল আলমের সমর্থকেরা।
সোমবার রাতে কালিগঞ্জের নলতার হাসপাতাল মোড় এলাকা থেকে বিভিন্ন শ্লোগানে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয় নেতাকর্মীরা। মিছিলটি সানি মার্কেটে গিয়ে শেষ হয়। পরে সানি মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: বিএনপি /ফরিদগঞ্জে মনোনয়ন বঞ্চিত এমএ হান্নানের সমর্থকদের বিক্ষোভ, সড়কে আগুন
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, বিএনপি নেতা এস এম হাফিজুর রহমান বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
প্রতিবাদ সভায় বক্তারা সাতক্ষীরা-৩ আসনের জন্য ঘোষিত কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেয়ার দাবি জানান। অন্যথায় বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।
এছাড়া বক্তারা ডা. শহিদুল আলমকে মনোনয়ন না দিলে আসনটি বিএনপি নিশ্চিতভাবে হারাবে বলে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হুঁশিয়ার করেন।

৩ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·