সাগরে ডুবোচরে আটকে গেল ফিশিং ট্রলার, ৭ জেলেকে উদ্ধার

৩ সপ্তাহ আগে
সুন্দরবনের পক্ষীর চর এলাকা থেকে ফিশিং ট্রলারে আটকেপড়া ৭ জেলেকে উদ্ধার করেছে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন সদস্যরা। রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, ভোরে ‘এমভি মায়ের দোয়া’ নামক একটি ফিশিং ট্রলার সাগর থেকে মৎস্য আহরণ শেষে কিনারে ফিরছিলেন। পথিমধ্যে সুন্দরবনের কচিখালীর পক্ষীর চর এলাকায় ডুবোচরে আটকে যায়। বিষয়টি জানতে পেরে কোস্টগার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি আউটপোস্ট কচিখালীর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ফিশিং ট্রলারে আটকে পড়া জেলে রহিম হাওলাদার (৪২), এনাম ফকির (৪৫), শাহ আলম শিকদার (৪০), শহিদুল হাওলাদার (৪০), সালাম হাওলাদার (৪০), মোসা হাওলাদার (১৮) ও আজিজুল হাওলাদারকে (২০) উদ্ধার করে। 


পরে তাদের অসুস্থ অবস্থায় বনের কচিখালী স্টেশনে নিয়ে আসে। আঘাতপ্রাপ্ত জেলেদের কোস্টগার্ডের মেডিকেল টিম প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেয়। বর্তমানে তারা সবাই সুস্থ রয়েছে বলে জানায় কোস্টগার্ড।

আরও পড়ুন: মোংলায় বাণিজ্যিক জাহাজে ডাকাতির চেষ্টা, ৫ জলদস্যু আটক

উদ্ধারকৃত সব জেলের বাড়ি বাগেরহাট জেলার শরণখোলা থানার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে। পরবর্তীতে উদ্ধারকৃত জেলেদের মালিকপক্ষের সমন্বয়ে অপর একটি ফিশিং বোটে হস্তান্তর করা হয়েছে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন