মাঝপথ পেরিয়ে মৌসুমের শেষদিকে চলে আসা সিটি এখনও দুঃসময় কাটাতে পারেনি। আজ লিগে নিজেদের ৩৬তম ম্যাচে সাউদাম্পটনের কাছে পয়েন্ট হারিয়েছে তারা। সাউদাম্পটনের সঙ্গে এই গোলশূন্য ড্রটি আর ১০টি ড্রয়ের মতো মোটেই নয়, এটা সাউদাম্পটনের বর্তমান অবস্থার কারণে।
সাউদাম্পটনও আজ নিজেদের ৩৬তম লিগ ম্যাচ খেলতে নেমেছিলো। অনেক আগেই অবনমন নিশ্চিত হয়ে গেছে তাদের, আছেও পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে। নামের পাশে মাত্র ১২ পয়েন্ট। আজকের পয়েন্টটি না পেলে প্রিমিয়ার লিগ ইতিহাসে যৌথভাবে সবচেয়ে কম পয়েন্ট নিয়ে অবনমনের আশঙ্কা থাকতো তাদের। ২০০৭-০৮ মৌসুমে ১১ পয়েন্ট নিয়ে অবনমন হয়েছিলো ডার্বি কাউন্টির।
আরও পড়ুন: হামজা কি আবার প্রিমিয়ার লিগে খেলতে পারবেন?
এই মুহূর্তে ৬১ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে আছে নটিংহ্যাম ফরেস্ট, তারা ৬৫ পয়েন্টের মালিক সিটির চেয়ে এক ম্যাচ কম খেলেছে, এক কম খেলেছে যথাক্রমে চার ও পাঁচে থাকা নিউক্যাসল ইউনাইটেড ও চেলসি। অর্থাৎ নটিংহ্যাম, নিউক্যাসল ও চেলসি বাকি ম্যাচগুলোতে পয়েন্ট না হারালে ও সিটি গড়বড় করলে কী দাঁড়াবে? পেপ গার্দিওলার দল আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগেই খেলতে পারবে না।
অন্য ম্যাচগুলোতে এভারটন ফুলহ্যামকে ৩-১, ব্রাইটন উলভসকে ২-০ ও ব্রেন্টফোর্ড ইপ্সউইচকে ১-০ গোলে হারিয়েছে।