‘সাইয়ারা’র আগে অন্য সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরুর কথা ছিল আহানের

১ দিন আগে
ক্যারিয়ারের শুরতে ছক্কা মেরেই তার অভিষেক হয়েছে। যশরাজ ফিল্মসের হাত ধরে সেই স্বপ্ন পূরণ হয়েছে চাঙ্কি পান্ডের ভাতিজা আহান পান্ডের। ‘সাইয়ারা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দা কাঁপাচ্ছেন। নবাগত আহান পান্ডে জ্বরে ভুগছেন হিন্দি সিনেমাপ্রেমীরা। তবে আহান পান্ডের অন্য একটি ছবির মাধ্যমে ক্যারিয়ার শুরু হওয়ার কথা ছিল।

'সাইয়ারা' মুক্তির ১২ দিনে এর মোট আয় বক্স অফিসে ২৫০ কোটি টাকা ছাড়িয়েছে। কিন্তু এটি আহান পান্ডের প্রথম চলচ্চিত্র হওয়ার কথা ছিল না। 'সাইয়ারা' ছবির পরিচালক মোহিত সুরি জানিয়েছেন, 'সাইয়ারা'র আগে যশরাজ ফিল্মসের ছবি দিয়ে ডেবিউ করতে যাচ্ছিলেন আহান।


আহান সবাইকে জানিয়েছিলেন যে যশরাজ ফিল্মস তাকে লঞ্চ করতে চলেছে, কিন্তু কোভিড-১৯ এর পরে, যশরাজ ফিল্মস সেই ছবিটি না করার সিদ্ধান্ত নিয়েছিল এবং আহানের সব স্বপ্ন ভেঙে যায় তাতে।

 

আরও পড়ুন: দুই গান থেকে ‘সুর চুরি’ করে তৈরি ‘সাইয়ারা’র টাইটেল সং


কোমল নাহাতাকে দেয়া এক সাক্ষাৎকারে মোহিত সুরি বলেন, 'আহান আসলে সাত বছর ধরে যশরাজ ফিল্মসের সঙ্গে কাজ করছিল। কোভিডের আগে তিনি একটি খুব বড় ছবির প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু কোভিডের পরে ইন্ডাস্ট্রি বদলে যাওয়ায় সেই প্রকল্প বাতিল হয়ে যায়। রাতারাতি আহানের স্বপ্ন ভেঙে যায়, অহংকারও। ছেলেটি গিয়ে সবাইকে বলছিল যে যশরাজ ফিল্মস তাকে লঞ্চ করবে। যখন ও জানতে পারল, তখন ওর মন ভেঙে গিয়েছিল। লোকে তাকে বলতে শুরু করল, তোমায় তো যশরাজ ফিল্মস লঞ্চ করতে যাচ্ছিল, এখন কী করব?’


মোহিত আরও বলেন, আদিত্য চোপড়া আহানকে বলেছিলেন যে তিনি চাইলে অন্য কোনও প্রযোজনার সঙ্গে কাজ করতে পারেন। মোহিত বলেন, ‘আমি জানি যে কোভিডের পরে, আদি স্যার ওকে ফোন করেছিলেন এবং বলেছিলেন যে তার ওর প্রতিভার উপর সম্পূর্ণ বিশ্বাস রয়েছে, তবে ও যদি চায় তবে তিনি অন্যান্য প্রযোজনার সাথে কাজ করতে পারে। ওকে বলা হয়েছিল, তোমাকে এখানে থাকতে হবে না, তুমি অন্য কোথাও কাজ খুঁজতে পারো। তবে সে অনড় ছিল যে তাকে যশরাজ ফিল্মস থেকে লঞ্চ করা হবে এবং এখন সে তার অপেক্ষার ফল পেয়েছে।’

 

আরও পড়ুন: ‘সাইয়ারা’র নায়ক কে এই আহান পান্ডে?


আহান পান্ডে চিক্কি পান্ডে এবং ডিয়ান পান্ডের ছেলে। তিনি বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডে এবং ভাবনা পান্ডের ভাতিজা এবং 'কেসারি ২' অভিনেত্রী অনন্যা পান্ডের চাচাতো ভাই। তার মা, ডিয়ান পান্ডে, একজন বিখ্যাত ফিটনেস বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য প্রশিক্ষক। তার বোন, আলানা পান্ডে, একজন বিখ্যাত প্রভাবশালী।

]]>
সম্পূর্ণ পড়ুন