সাঁতরে কুড়িগ্রাম থেকে চাঁদপুর, সিরাজগঞ্জের রফিকুলের লক্ষ্য বঙ্গোপসাগর

৩ সপ্তাহ আগে
দেশের উত্তরের জনপদ কুড়িগ্রামের সীমান্তবর্তী ঝুনকারচর থেকে সাঁতরে গত শনিবার (২২ মার্চ) বিকেলে চাঁদপুরে পৌঁছেলেন সাঁতারু সিরাজগঞ্জের বেলকুচি এলাকার রফিকুল ইসলাম। এ সময় তাকে স্বাগত জানান তার স্ত্রী বাংলাদেশের প্রথম নারী এভারেস্টজয়ী নিশাত মজুমদার ও চাঁদপুরের মূখ্য বিচারিক হাকিম মুনতাসির আহমেদ।

সাঁতারে নতুন রেকর্ড সৃষ্টি করতে যাওয়া সাঁতারু রফিকুল ইসলাম জানান, দেশের অভ্যন্তরের ৫৫০ কিলোমিটার নদীপথ সাঁতরে বঙ্গোপসাগর অতিক্রম করার লক্ষ্য নিয়ে গত ২১ ফেব্রুয়ারি ভোরে কুড়িগ্রামের সীমান্তবর্তী ঝুনকারচর থেকে এই সাঁতার শুরু করেন।

 

গেল শনিবার শরীয়তপুরের সুরেশ্বর চরআত্রা এলাকা থেকে সকাল ৭টায় সাঁতার শুরু করে বিকেল সাড়ে ৪টায় ২২ কিলোমিটার পদ্মা মেঘনা নদীপথ পাড়ি দিয়ে চাঁদপুর মোলহেডে এসে পৌঁছান তিনি। টানা ১ মাস ১ দিনে পাড়ি দেন ৪০০ কিলোমিটার নদীপথ।

 

রোববার (২৩ মার্চ) ভোরে ১৫০ কিলোমিটার দক্ষিণে  মেঘনা নদীর দীর্ঘ পথ পাড়ি দিতে চাঁদপুর বড়স্টেশন তিন নদীর মোহনা থেকে রফিকুল আবারও শুরু করেন দুঃসাহসিক এই সাঁতার। 

 

আরও পড়ুন: সাঁতার কেটে নদী পেরিয়ে মানুষের হাতে বন্দি ক্লান্ত সজারু, অবশেষে...

 

সব মিলিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত ৫৫০ কিলোমিটার নদীপথ সাঁতরে নতুন রেকর্ড গড়তে চান তিনি।

 

নদী থেকে সাগর এমন দীর্ঘ পথ পাড়ি দিয়ে যাওয়া সাঁতারু রফিকুল ইসলাম বলেন, সাঁতার কেটে নদী এবং নদী পাড়ের মানুষের সঙ্গে পরিচিত হওয়াই ছিল আমার লক্ষ্য। আমাকে দীর্ঘ এই নদীপথ সাঁতরে পাড়ি দিতে সাহস যুগিয়েছেন আমার স্ত্রী। যার প্রেরণা এবং উৎসাহ না পেলে হয়তো এটা সম্ভব হতো না। দীর্ঘ এই পথ পাড়ি দিতে তিনি আমার পাশেই ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন